‘জাদু কি ঝপ্পি’ নিয়ে দু’বছর পর আইপিএলের মঞ্চে ফিরলেন ঋষভ পন্থImage Credit source: X
কলকাতা: অনেক দিন পর দেখা সেই মিষ্টি হাসি। গত দু’বছর ধরে যা খুঁজে বেড়িয়েছে ভারতীয় ক্রিকেট। কোচ রিকি পন্টিং অনেকক্ষণ কাঁধে হাত রেখে কথা বললেন। বাধ্য ছাত্রের মতো শুনছিলেন। সেই চেনা আগ্রাসন কি লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন? ড্রেসিংরুম থেকে বেরিয়ে যখন বাইশ গজের দিকে হাঁটছিলেন, বারবার হয়তো ফিরে যাচ্ছিলেন অতীতে। আবার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও চলছিল বোধহয়। মিষ্টি হাসি কি সেই কারণেই তুলে ধরেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)? টিমমেটদের ‘জাদু কি ঝপ্পি’ নিয়ে দু’বছর পর মাঠে ফিরলেন বাঁ হাতি ব্যাটার।
সময় কঠিন ছিল। কিন্তু নিজেকে আবার মাঠে দেখার জন্য মুখিয়ে ছিলেন পন্থ। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রিকি পন্টিং, দিল্লির সবাই ছিলেন তাঁর পাশে। তাই হয়তো দ্রুত ফিরতে পারলেন। অনেক দিন পর মাঠে ফিরে আবার ক্যাপ্টেনের চেনা ভূমিকাতেই নামলেন। পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে টস করতে নেমে হারলেনও। এই পন্থ কী বলে গেলেন? দুর্ঘটনার সেই অতীত থেকে বেরিয়ে এসেছেন। বলেও দিলেন, ‘ইমোশনাল টাইম ছিল। তবে এখন আর পিছনে তাকাচ্ছি না। অনেক দিন পর প্রথম ম্যাচে নামার মুহূর্তটা উপভোগ করছি।’
মাঠে নামার ঠিক আগে অক্ষর প্যাটেল সহ অন্য সতীর্থদের সঙ্গেও বেশ আবেগতাড়িত দেখাচ্ছিল। অক্ষর প্যাটেল টসের আগে বলছিলেন, ‘দু’বছর অনেকটা লম্বা সময়। এই সময়টাতে মাঠের বাইরে ছিল পন্থ। সেখান থেকে ফিরছে মাঠে। দেখার হওয়ার পরই ওকে জাদু কি ঝপ্পি দিয়েছি। এটা কিন্তু পন্থের প্রাপ্য ছিল।’
দিল্লি কখনও আইপিএল জেতেনি। এ বারের চ্যালেঞ্জটা বেশ কঠিন পন্থের। ‘আগের বছর কী হয়েছে, ভেবে আর লাভ নেই। এ বারটা ভাবতে হবে। এ বারের টিমটা খুব ভালো। আমরা ভালো প্রস্তুতিও নিয়েছি। আশা করছি ভালো পারফর্ম করতে পারব।’