IPL 2024 Points Table: বাদশার সামনে জমজমাট জয় নাইটদের, পয়েন্ট টেবলের কোথায় কেকেআর?
কলকাতা: সুপার সানডে-তে আইপিএলে (IPL) রয়েছে ডাবল হেডার। শনিবারও ছিল আইপিএলে জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল পঞ্জাব কিংস। ঋষভ পন্থের কামব্যাক ম্যাচ জিততে পারেনি দিল্লি। এরপর শনি-রাতে ইডেনে প্যাট কামিন্সের হায়দরাবাদকে হারিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও অবধি ১৭তম আইপিএলে ৬টি টিমের একটি করে ম্যাচ হয়েছে। অর্থাৎ মোট ৩টি ম্যাচ হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যখনই শুরু হয়, ক্রিকেট প্রেমীরা পয়েন্ট টেবলের খোঁজ খবর নেওয়া শুরু করে দেন। এ বারের আইপিএলে এখনও অবধি তিন ম্যাচের পর কোন টিম কোন জায়গায় রয়েছে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ১৭তম আইপিএলের গ্রুপ পর্বের ৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. চলতি আইপিএলের গ্রুপ পর্বে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে খেলেছিল। তাতে জিতেছিল সিএসকে। মহেন্দ্র সিং ধোনির দলের নেট রান রেট +০.৭৭৯। পয়েন্ট ২।
২. চেন্নাই সুপার কিংসের মতো এ বারের আইপিএলে এখনও অবধি ১টিই ম্যাচে খেলেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। তাতে জিতেছেন স্যাম কারানরা। পঞ্জাবের নেট রান রেট +০.৪৫৫। এবং পয়েন্ট ২।
৩. চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংসের মতো এ বারের আইপিএলে এখনও অবধি ১টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। সেটিতে জিতে শ্রেয়স আইয়ারের টিম পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে। কেকেআরের নেট রান রেট +০.২০০। পয়েন্ট ২।
৪. ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরের কাছে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। নাইটদের বিরুদ্ধে মাত্র ৪ রানে হেরে পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে অরেঞ্জ আর্মি। প্যাট কামিন্সদের নেট রান রেট -০.২০০। পয়েন্ট শূন্য।
৫. পঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। আপাতত পয়েন্ট টেবলের ৫ নম্বরে দিল্লি। ডেভিড ওয়ার্নারদের নেট রান রেট -০.৪৫৫। পয়েন্ট শূন্য।
৬. এখনও অবধি যে ৬টি টিম খেলেছে আইপিএলে তাতে সবার নীচে আরসিবি। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে সিএসকের কাছে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির নেট রান রেট -০.৭৭৯। পয়েন্ট শূন্য।
*উল্লেখ্য, গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস এই চারটি দলের এ বারের আইপিএল যাত্রা শুরু করা বাকি। এই চারটি টিম রবিবার একে অপরের বিরুদ্ধে নামবে।