IPL 2024 Purple Cap and Orange Cap: রানের ঝলকে অরেঞ্জ ক্যাপের শীর্ষে রাসেল, উইকেট নিয়ে সেরা কে?Image Credit source: IPL Website
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। আজ রবিবার রয়েছে জোড়া ম্যাচ। রবিবাসরীয় ডাবল হেডারের আগে ক্রিকেট প্রেমীদের জন্য রইল বিশেষ তথ্য। আইপিএল চলাকালীন ক্রিকেট ভক্তদের নজর থাকে পয়েন্ট টেবলে। একইসঙ্গে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের তালিকাতেও চোখ বুলিয়ে নেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। আর আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলাররা পান পার্পল ক্যাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৩টি ম্যাচের পর পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথম ৫ ক্রিকেটার কারা—
চলতি আইপিএলের ৩টি ম্যাচ হওয়ার পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথম ৫ ক্রিকেটার হলেন—
১. কেকেআরের আন্দ্রে রাসেল এই তালিকায় শীর্ষে রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাসেল ৬৪ রান করেছিলেন।
২. হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন রয়েছেন আন্দ্রে রাসেলের ঠিক পরেই। ক্লাসেন কেকেআরের বিরুদ্ধে করেছেন ৬৩ রান।
৩. পঞ্জাব কিংসের স্যাম কারান এই তালিকার তিন নম্বরে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি ৬৩ রান করেন। স্ট্রাইকরেট তাঁর থেকে ক্লাসেনের বেশি থাকায় কারান তিনে রয়েছেন।
৪. কেকেআরের নতুন ক্রিকেটার ফিল সল্ট রয়েছেন এই তালিকার তিনে। হায়দরাবাদের বিরুদ্ধে সল্ট ৫৪ রান করেছেন।
৫. আরসিবির অনুজ রাওয়াত রয়েছেন এই তালিকায় পাঁচ নম্বরে। তিনি চেবন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে করেছিলেন ৪৮ রান।
চলতি আইপিএলের ৩টি ম্যাচ হওয়ার পর পার্পল ক্যাপের দৌড়ে থাকা প্রথম ৫ ক্রিকেটার হলেন—
১. এই তালিকায় শীর্ষে সিএসকের মুস্তাফিজুর রহমান। ১টি ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি নিয়েছেন ৪টি উইকেট।
২. হায়দরাবাদের টি নটরাজন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি কেকেআরের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন।
৩. নাইট তারকা হর্ষিত রানা অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ৩টি উইকেট পেয়ে এই তালিকায় তিনে রয়েছেন। তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন।
৪. দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব এই তালিকায় চারে রয়েছেন। তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
৫. কুলদীপ যাদবের মতোই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করেন পঞ্জাব কিংসের অর্শদীপ সিং। ২৮ রানের বিনিময়ে তিনি পান ২টি উইকেট।