Rohit Sharma: সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি এবং… তিন মেগা রেকর্ডের মুখে রোহিতImage Credit source: MI X
কলকাতা: এক, দুটো নয় পাঁচ পাঁচটা আইপিএল (IPL) ট্রফি মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) জিতিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এখন তিনি মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। আইপিএলের নতুন মরসুম মুম্বই ইন্ডিয়ান্স শুরু করবে হার্দিক পান্ডিয়ার হাত ধরে। আইপিএলে ক্যাপ্টেন্সি ডেবিউতে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ফলে তাঁর নেতৃত্বে যে মুম্বই শিবিরে সোনা ফলতে পারে, সেই সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু রোহিতের নেতৃত্বে মুম্বইয়ের সোনার সময় নিয়ে বরাবর আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। রবি-রাতে গুজরাটের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচের আগে জেনে নিন এ বারের আইপিএলে যে তিনখানা রেকর্ডের মুখে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
এক ঝলকে দেখে নিন কোন ৩ মেগা রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা —
- আইপিএলের ক্যাচের সেঞ্চুরি – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মোট ২৪৩টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তাতে তিনি নিয়েছেন ৯৮টি ক্যাচ। আর ২টি ক্যাচ নিলেই রোহিত শর্মার আইপিএলে ক্যাচের সেঞ্চুরি পূর্ণ হবে।
- মুম্বইয়ের হয়ে ম্যাচের ডাবল সেঞ্চুরি – মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ২০০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে। এ বারের আইপিএলে আর ২টো ম্যাচ খেললেই রোহিত এই মাইলস্টোন স্পর্শ করবেন।
- টি-২০ ক্রিকেটে ৫০০ ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার – ২২ গজে যে কোনও প্রতিপক্ষ বোলারের ত্রাস রোহিত শর্মা। হিটম্যানের ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি ফোটে একাধিক ম্যাচে। টি-২০ ক্রিকেটে ৫০০টি ছয় মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন রোহিত শর্মা। তার জন্য এ বারের আইপিএলে রোহিতকে আর ১৩টি ছয় মারতে হবে। রোহিতের নামে টি-২০ ফর্ম্যাটে ৪৮৭টি ছয় রয়েছে।