রাসেলকে সরিয়ে অরেঞ্জ ক্যাপ সঞ্জুর দখলে, তালিকায় প্রথম দশে কারা?


সুপার সঞ্জুর দখলে অরেঞ্জ ক্যাপ, তালিকায় প্রথম দশে কারা?Image Credit source: IPL Website

কলকাতা: রবিবাসরীয় ডাবল ধামাকা উপভোগ করেছে ক্রিকেট প্রেমীরা। এ বারের আইপিএলের (IPL) প্রথম রাউন্ড শেষ। প্রতি বারের মতো এ বারের আইপিএল চলাকালীন ক্রিকেট ভক্তদের নজর রয়েছে পয়েন্ট টেবলে। সেইসঙ্গে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের তালিকাতেও চোখ বুলিয়ে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। যা আপাতত পিঙ্ক আর্মির নেতা সঞ্জু স্যামসনের (Sanju Samson) দখলে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৫টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথম ১০ ক্রিকেটার কারা।

চলতি আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচ হওয়ার পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথম ১০ ক্রিকেটার হলেন—

১. সঞ্জু স্যামসন – অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি ৮২ রান করেন।

২. আন্দ্রে রাসেল – কেকেআরের তারকা আন্দ্রে রাসেল এই তালিকায় দুইয়ে রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাসেল ৬৪ রান করেছিলেন।

৩. নিকোলাস পুরান – রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টের নিকোলাস পুরান করেন ৬৪ রান। তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনে।

৪. হেনরিখ ক্লাসেন – সানরাইজার্স হায়দরাবাদের তারকা কেকেআরের বিরুদ্ধে ৬৩ রান করেছিলেন। তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন চারে।

৫. স্যাম কারান – পঞ্জাব কিংসের স্যাম কারান তাঁদের প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন ৬৩ রান।

৬. লোকেশ রাহুল – রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস হেরেছে। লখনউয়ের অধিনায়ক ৫৮ রান করেছেন। সেই সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছয়ে রয়েছেন কেএল রাহুল।

৭. ফিল সল্ট – কেকেআরের নতুন তারকা ফিল সল্ট সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করেছিলেন ৫৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি সাতে।

৮. অনুজ রাওয়াত – আরসিবির অনুজ রাওয়াত রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে আটে। তিনি সিএসকের বিরুদ্ধে ৪৮ রান করেছিলেন।

৯. ডিওয়াল্ড ব্রেভিস – মুম্বই ইন্ডিয়ান্সের ডিওয়াল্ড ব্রেভিস রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে। তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করেছেন ৪৬ রান।

১০. সাই সুদর্শন – গুজরাট টাইটান্সের সাই সুদর্শন আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে ১০ নম্বরে রয়েছেন। তিনি মুম্বইয়ের বিরুদ্ধে ৪৫ রান করেছিলেন।

Leave a Reply