Rohit Sharma: এত সোহাগের কী আছে… হার্দিকের উপর হঠাৎ কেন চটলেন রোহিত?Image Credit source: AFP
কলকাতা: নতুন অধিনায়কের হাত ধরে এ বারের আইপিএলের প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। ঋতুরাজ গায়কোয়াড় এবং শুভমন গিল অবশ্য এই প্রথম বার আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন। ক্যাপ্টেন্সি অভিষেকে জয় দিয়ে তাঁরা সফর শুরু করেছেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দলকে জেতাতে পারলেন না। হার্দিকের অবশ্য আইপিএলে (IPL) ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছে বছর দুয়েক আগে। কিন্তু মুম্বইয়ের অধিনায়ক হিসেবে এই প্রথম বার মাঠে নামলেন হার্দিক। কিন্তু মুম্বই ওই ম্যাচ জিততে পারেনি। রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় হার্দিককে যখন মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল সেই সময় থেকেই তিনি সমালোচিত হয়েছিলেন। এ বার আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই হারায়, আরও বেশি সমালোচিত হচ্ছেন হার্দিক। এরই মাঝে হার্দিকের উপর বেজায় বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক যাকে বলে তিরে এসে তরী ডোবা। সেটাই হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই রোহিত-সহ মুম্বইয়ের ক্রিকেটাররা খুশি ছিলেন না। সেই সময় মাঠের মধ্যে মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া পিছন থেকে এসে রোহিত শর্মাকে জড়িয়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা যায় রোহিতকে আচমকা পিছন থেকে হার্দিক জড়িয়ে ধরায় তিনি বেজায় বিরক্ত হন। রোহিত সঙ্গে সঙ্গে হার্দিকের হাত ছাড়িয়ে দিয়ে বিরক্তি মুখে কিছু বলতে থাকেন। পাশে দাঁড়িয়ে থাকা আফগান তারকা রশিদ খান ও আকাশ অম্বানি। রোহিত-হার্দিকের কথোপকথন দেখে রশিদ-আকাশরা সেখান থেকে সরে যান।
Rohit Sharma scolds Hardik Pandya for poor captaincy.
Ambani escaped from that place, and Rashid Khan can’t control his laughter.#RohitSharma𓃵 #HardikPandya #RohitSharma #MumbaiIndians #IPL2024 #GTvsMI pic.twitter.com/WfiJffsJ7E
— Santhosh (@santho_chandran) March 24, 2024
১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ ২৭ মার্চ। ওই ম্যাচে হার্দিকদের প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। এ বার দেখার অ্যাওয়ে ম্যাচে মরসুমের প্রথম ২ পয়েন্ট রোহিতরা সেখানে পান কিনা।