Hardik Pandya: এ কেমন অসভ্যতা! ২২ গজে কুকুর ঢুকতেই ‘হার্দিক হার্দিক’ স্লোগান স্টেডিয়ামে
কলকাতা: কর্মফল ভুগতেই হবে… মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) উদ্দেশ্য করে এমন কথাই হয়তো বলছেন তাঁর সমালোচকরা। মুম্বই-গুজরাট দ্বৈরথের ২৪ ঘণ্টা এখনও হয়নি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিয়ো। তার মধ্যে এক ভিডিয়ো দেখে নেটিজ়েনরা বলাবলি করছেন, এমন অসভ্যতার মানে হয় না। আইপিএলে হার্দিক-শুভমনদের দ্বৈরথ দেখার জন্য বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ছিল হাউসফুল। আর ওই হাউসফুল গ্যালারির দর্শকরা হার্দিক পান্ডিয়ার উপর সমস্ত ক্ষোভ উগরে দিলেন রবি-রাতে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককে মুম্বইয়ের নতুন নেতা বানানোর পর থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও হিটম্যানের অনুরাগীরা রাগে ফুসছিলেন। সেই রাগই যেন আমেদাবাদে মুম্বইয়ের প্রথম ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে বেরিয়ে এলে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে মুম্বই-গুজরাট ম্যাচ চলাকালীন একটি কুকুর হঠাৎ করেই মাঠে ঢুকে পড়ে। এবং সেই কুকুরটি জোরে জোরে দৌড়াতে থাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে শোনা গিয়েছে ওই কুকুরটি যখন মাঠের মধ্যে ছুটছিল সেই সময় গ্যালারি থেকে দর্শকরা হার্দিক হার্দিক স্লোগান দিচ্ছিলেন। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
This dog came on the field and Ahmedabad crowd started chanting Hardik Hardik…😂
I don’t understand what’s wrong with the Ahmedabad crowd….
Why compare #HardikPandya to a dog?Dogs are loyal, Hardik is not. 😭😭
#MIvsGT pic.twitter.com/bJTI48HAdz
— Incognito (@Incognito_qfs) March 24, 2024
একাধিক নেটিজ়েন এ ভাবে হার্দিকের মর্যাদা ক্ষুণ্ণ হওয়া নিয়ে বেজায় চটেছেন। একজন লিখেছেন, ‘সকলে যখন টাকা ও খ্যাতির জন্য খেলছে, তখন ওকে কেন আমরা ঘৃণা করব?’ আর একজন লেখেন, ‘আমি একটা জিনিস বুঝতে পারছি না কেন সবাই হার্দিককে দোষারোপ করছে। যদি দোষ দিতেই হয় তা হলে মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে করা উচিত। কারণ ওরাই এই সিদ্ধান্তটা নিয়েছে। হার্দিককে ট্রেড করাই উচিত হয়নি।’
Just give me one reason why to hate him…. when everyone is playing for money then why to hate
— RAJKISHOR (@rajkish24624662) March 25, 2024