Shubman Gill: মনেই হয়নি ও প্রথমবার নেতৃত্ব দিল… শুভমনকে দরাজ সার্টিফিকেট কার?Image Credit source: AFP
কলকাতা: দুরুদুরু বুকে হয়তো রবি-রাতে প্রথমে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে পা রেখেছিলেন শুভমন গিল (Shubman Gill)। আর ম্যাচের শেষে ছবিটা সম্পূর্ণ আলাদা। মুখে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়েন শুভমন। এ বারের আইপিএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক শুভমন গিল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছে। অধিনায়ক শুভমন গিল জয় দিয়ে আইপিএলের (IPL) শুভারম্ভ করেছেন। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পোড় খাওয়া অধিনায়ক বলা যায়। তাঁর নেতৃত্বে ২০২২ সালে গুজরাট টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সে বার হার্দিকের অধীনে খেলেছিলেন শুভমন। আর এখন তাঁর বিরুদ্ধে খেলছেন শুভমন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ রানে জিতেছে শুভমন গিলের গুজরাট টাইটান্স। ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে গুজরাট টাইটান্সের ক্রিকেটার সাই কিশোর জানান, তাঁর মনেই হয়নি শুভমন এই প্রথম বার টিমকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর কথায়, ‘শুভমন দারুণ ভাবে দলকে পরিচালনা করেছে। ওকে দেখে মনেই হয়নি যে প্রথম বার টিমকে নেতৃত্ব দিচ্ছে। স্পিনার হিসেবে আমাকে ও যে ইনপুট দিচ্ছিল তা অসাধারণ।’
হার্দিকদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন সাই কিশোর। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৮ রান তোলে গুজরাট টাইটান্স। শুভমন জয়ের জন্য টিমের বোলিং বিভাগকে কৃতিত্ব দিয়েছেন। আর ম্যাচের শেষে গুজরাটের বোলার সাই কিশোর বলেছেন, ‘আমরা ১০ রানের মতো কম করেছিলাম। কিন্তু দু’বছর ধরে দলের সকলের মনোভাব রয়েছে পুরোদমে প্রতিদ্বন্দ্বিতা করার। তাতে হারি বা জিতি, আমরা যে ভাবে খেলি, তার জন্য গর্বিত। ভালো লড়াই করেছি আমরা। আমাদের কোচ এটাই শিখিয়েছে।’ রশিদ খান থাকায় সাই কিশোর মনে করেন, প্রতিপক্ষ দলের সঙ্গে তাঁদের লড়াইটা ভালো হয়েছে। তিনি জানিয়েছেন, অন্যান্য যে টিমে এবং যেখানে তিনি খেলেন সেখানে তাঁকে মূল্য ভূমিকা পালন করতে হয়। আর গুজরাট টিমে দ্বিতীয় মূখ্য ভূমিকা পালন করা যে কারণে তাঁর কাছে বেশ উত্তেজক।