বিরাট কোহলি এবং কভার ড্রাইভ। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য একটা ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এর মধ্যে সমর্থক এবং ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণের বিষয় ছিল, কভার ড্রাইভ। বিরাট যে কভার ড্রাইভ খেলবেন, এ তথ্য অজানা ছিল না পঞ্জাব বোলারদেরও। অধিনায়ক শিখর ধাওয়ান খুব ভালো ভাবে চেনেন ধাওয়ানকে। বয়সভিত্তিক ক্রিকেট, জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। তাই কি আবেগে ভাসছিলেন?
স্যাম কারান, অর্শদীপ সিংয়ের বোলিংয়ে দর্শনীয় কিছু কভার ড্রাইভ খেলেন। বিরাটের জন্য কভারে যথেষ্ঠ সুরক্ষা রেখেছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। তাতে অবশ্য লাভ হয়নি। বিরাট কোহলি ক্রিজ ছেড়ে কভারের উপর দিয়ে শট খেলেন। স্পিনারদের বিরুদ্ধেও তাই। বিরাটকে আটকানোর কোনও পরিকল্পনাই খাটছিল না। স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান।
দীর্ঘদিনের সতীর্থ তথা বন্ধুকে মুষরে পড়তে দেখে বিরাটও যেন আবেগে ভাসেন। সে সময় ৩৫ রানে ব্যাট করছিলেন বিরাট। স্ট্রাইকরেট ২০০-র মতো। বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রারের বোলিংয়ে একটি ড্রাইভ খেলেই শিখর ধাওয়ানকে বলতে থাকেন, ‘কী হল ভাই। এত মন খারাপ কেন। আবেগী হয়ে পড়ছ কেন!’
VIRAT KOHLI “Senti kyu horra kya hogya” to harpreet brar 🤣#RCBvsPBKS #ViratKohli @bholination @mufaddal_vohra pic.twitter.com/l8rU6c8ftA
— Subhash Choudhary (@SubhashGodara09) March 26, 2024
শিখর ধাওয়ানের শরীরীভাষাই বলে দিচ্ছিল, বিরাট যে গতিতে খেলছেন, ম্যাচ বের করে নেবেন। বিরাট অবশ্য ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়তে পারেননি। তবে ৪৯ বলে ৭৭ রানের ইনিংসে পঞ্জাবের মনোবল ভেঙে দিতে পেরেছিলেন।