কলকাতা: নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে ভক্তদের ২২ গজে ঢোকার ঘটনা নতুন নয়। টিম ইন্ডিয়ার খেলা হোক কিংবা আইপিএলের কোনও ম্যাচ, এই ছবি বেশ পরিচিত। এ বার এম চিন্নাস্বামী স্টেডিয়ামেও তেমনই এক ঘটনা ঘটেছে। আইপিএলে (IPL) পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। তাতেই বিরাট কোহলির (Virat Kohli) এক ভক্ত নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। প্রথমে ওই কোহলি ভক্ত লুটিয়ে পড়েছিলেন তাঁর পায়ে। এবং তারপর কোহলিকে তিনি জড়িয়ে ধরেন। মুহূর্তের মধ্যে নিরাপত্তাকর্মীরা এসে সেই ফ্যানকে মাঠ থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যান। তারপর ওই কোহলির ভক্তর সঙ্গে যা হয়েছে, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন।
বিরাট কোহলির ওই ভক্তকে নিরাপত্তাকর্মীরা মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর কী হয়েছে তাঁর সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে বিরাটের ওই ভক্তকে মাঠ থেকে বের করে চিন্নাস্বামী স্টেডিয়ামের এক জায়গায় নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। এরপর দুই সিকিউরিটি গার্ড তাঁকে বেধড়ক মারতে থাকেন। কিল, চড়, ঘুষি, লাথি কোনও কিছুই বাদ দেননি তাঁরা। মাটিতে লুটিয়ে পড়েন বিরাটের ওই ভক্ত। এরপর সেখানে পুলিশরা পৌঁছে যান। এবং এক ব্যক্তি ওই বিরাটের ফ্যানকে মাটি থেকে তোলেন।
ওই ভিডিয়োর কমেন্ট সেকশন ভরে গিয়েছে দুই নিরাপত্তারক্ষীদের শাস্তি দেওয়ার দাবিতে। অনেকে আবার ওই ভিডিয়োর কমেন্ট সেকশনে বিরাট কোহলিকেও ট্যাগ করেছেন। যাতে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন কোহলি। এবং যেন তিনি কোনও পদক্ষেপ নেন। উল্লেখ্য, নিরাপত্তার বেড়াজাল টপকে বিরাটের ওই ভক্ত মাঠে প্রবেশ করেছিলেন সোমবার রাতে ৯.১৫ নাগাদ। যার ফলে কয়েক মুহূর্ত ম্যাচ থমকে যায়। তাতে অবশ্য বিরাটের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। পঞ্জাবের বিরুদ্ধে বিরাট সেই ম্যাচে ৪৯ বলে ৭৭ রান করেছিলেন। এবং ম্যাচের সেরাও হয়েছিলেন।