RR vs DC Playing XI, IPL 2024: শততম IPL ম্যাচে ১০০ শতাংশ উজাড় করতে চান ঋষভ পন্থ, কেমন হল দুই দলের একাদশ?Image Credit source: IPL X
কলকাতা: মাইলস্টোন সকলের কাছেই বিশেষ হয়। দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ১০০তম ম্যাচ খেলতে নামছেন ঋষভ পন্থ। নতুন জীবন পেয়ে ২২ গজে ফের নতুন রূপে ফিরেছেন ঋষভ পন্থ। কামব্যাক ম্যাচ পন্থের রঙিন হয়নি। কারণ দিল্লি ক্যাপিটালস লড়াই করেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে পারেনি। এ বার পিঙ্ক আর্মিকে তাদের দুর্গে হারিয়ে ২ পয়েন্টে নজর দিল্লির। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০০তম ম্যাচ খেলতে নেমে কী বললেন পন্থ?
এর আগে আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। তাতে ১৪ বার জিতেছে রাজস্থান এবং ১৩ বার জিতেছে দিল্লি।
বিস্তারিত আসছে…