বিরাট কোহলি ১০১*, টানা দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস


টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, প্রশ্ন আরও জোরালো হচ্ছে। জুনে বিশ্বকাপ। ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কিন্তু বিরাট কোহলি টিমে থাকবেন না, জল্পনা এমনই। জল্পনা যাই হোক, প্রতিটা ইনিংসে যেন নির্বাচকদের বার্তা দিচ্ছেন বিরাট কোহলি। দীর্ঘ দু-মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই প্রত্যাবর্তন হয়েছে। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে সেট হয়েও বড় রানের ইনিংস খেলতে পারেননি। বেঙ্গালুরুতে বিধ্বংসী মেজাজে বিরাট।

চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত ম্যাচটিও ঘরের মাঠে খেলেছে আরসিবি। রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়েছে তারা। বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। মাত্র ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেললেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারার আক্ষেপ ছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও বিধ্বংসী শুরু। পাওয়ার প্লে-র পর অবশ্য রানের গতিতে লাগাম আসে। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ১০১টি ৫০ প্লাস স্কোর বিরাটের।

বিস্তারিত আসছে…

Leave a Reply