এই দৃশ্যর জন্যই তো অপেক্ষা করছিলেন ক্রিকেট প্রেমীরা। ২০২২ সালের ডিসেম্বরের সেই অভিশপ্ত রাত ক্রিকেট প্রেমীদের কাছে আতঙ্ক। সব ঝড় ঝাপ্টা সামলে অবশেষে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। যদিও সেই চেনা ঋষভ পন্থকে যেন দেখা যাচ্ছিল না। অবশেষে দেখা গেল সেই চেনা ঋষভ পন্থকে। দিল্লি ক্যাপিটালস এ বার আইপিএল অভিযান শুরু করেছিল অ্যাওয়ে ম্যাচ দিয়ে। প্রথম দু-ম্যাচেই ক্যাপ্টেন ঋষভ ও ব্যাটার ঋষভ ভরসা দিতে ব্যর্থ।
দিল্লি ক্যাপিটালস প্রথম হোম ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যদিও সেটা হোমে নয়। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচেই দেখা গেল সেই পরিচিত দৃশ্য। ঋষভ পন্থের কাছে যা জলভাত ব্যাপার। টেস্ট ক্রিকেট হোক বা সাদা বলের ক্রিকেট। ঋষভের পছন্দ বিধ্বংসী ব্যাটিং। তাঁর এই ব্যাটিং স্টাইলই ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে।
বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি ঋষভের। গত আইপিএলে ছিলেন না। এ বারের আইপিএলে তৃতীয় নম্বর ম্যাচে ঋষভের ব্যাটে কাঙ্খিত অনবদ্য ইনিংস। ৩২ বলে ৫১ রানে ফেরে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। তবে এই ইনিংসে সেরা মুহূর্ত এক হাতে ছয়। চেন্নাই সুপার কিংসের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে মিড উইকেটে ছয় মারেন ঋষভ।
That iconic one-handed six is back 🥹#DCvCSK #JioCinemaSports #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/N01gOlTLRM
— JioCinema (@JioCinema) March 31, 2024
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিয়ো। অনেকেই বলছেন, এখন মনে হচ্ছে ঋষভ পন্থের প্রত্যাবর্তন হল। এই ছবিটাই বারবার দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ শেষ হাফসেঞ্চুরি করেছিলেন ২০২১ সালে এলিমিনেটর ম্যাচে। কাকতালীয় হলেও সেটি ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই। এ বার লিগ পর্বে সেই সিএসকের বিরুদ্ধেই হাফসেঞ্চুরি।