Mayank Yadav: সুপার ফাস্ট গতিতে বাড়ছে 155.8 কিমির মায়াঙ্ক যাদবের ভক্ত
Image Credit source: IPL Website
কলকাতা: আইপিএল (IPL) অভিষেকে গতির ঝড় তুলে হইচই ফেলে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ তুর্কি মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর ইন্সটাগ্রাম ফলোয়ার্স। শনিবার রাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বছর ২১ এর মায়াঙ্ক। এই তরুণ পেসারের বোলিং নিয়ে আলোচনা থামছেই না। আর থামবেই বা কী করে? রোজ রোজ তো আর আইপিএলে ১৫৫.৮ কিমি/ঘণ্টা গতিতে কেউ বল করেন না। সেখানে মায়াঙ্ক যাদব অভিষেক আইপিএল ম্যাচ খেলতে নেমে শুরুটাই করেন ১৪৮ কিমি/ঘণ্টা গতির বলে। দ্বিতীয় ওভারেই গতি বাড়ান। তোলেন ১৫৫.৮ কিমি/ঘণ্টা। তাঁর বোলিংয়ে কাবু হতে হয় শিখর ধাওয়ানের দলকে।
শনি-রাতের আগে দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে কত জন চিনতেন? হয়তো হাতে গুনে বলে দেওয়া যেত। কিন্তু একটা ম্যাচ অনেক তফাত গড়ে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টস টিমের সোশ্যাল মিডিয়া সাইট X এ শনি-রাতে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। যেখানে লেখা হয়েছিল ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স এতদিন ছিল ৪ হাজার।
He was on 4K before tonight. Go on, follow him guys 💙🤗 pic.twitter.com/rjzLxzQU8y
— Lucknow Super Giants (@LucknowIPL) March 30, 2024
একটা ম্যাচে মায়াঙ্ক অনবদ্য পারফর্ম করার পর এই ছবিটা রাতারাতি বদলে গিয়েছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে ৫, ১০ মিনিট পর ঢুঁ মারলেই দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর ফলোয়ার্স সংখ্যা। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় মায়াঙ্কের ফলোয়ার্স সংখ্যা প্রায় ৪৯ হাজার ছুঁই ছুঁই।
অনেকেই মায়াঙ্কের শনি-রাতের পারফরম্যান্স দেখে বলতে শুরু করেছেন, আইপিএলে পৌঁছে গিয়েছে রাজধানী এক্সপ্রেস। প্রথম ম্যাচে ১৫৫.৮ কিমি/ঘণ্টা গতি তুলে এখন থেকেই মায়াঙ্ক একটা সেনসেশন তৈরি করেছেন। লখনউয়ের পরবর্তী ম্যাচ আরসিবির বিরুদ্ধে। বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসিদের বিরুদ্ধে কি শোয়েব আখতার, ব্রেট লি-র মতো ১৬০ কিমি/ঘণ্টা ছুঁতে পারবেন মায়াঙ্ক? এই সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।