MS Dhoni: ঠিক যেন ভগবান দর্শন…মাহি সাক্ষাতে মুগ্ধ সস্ত্রীক মুকেশ কুমার


MS Dhoni: ঠিক যেন ভগবান দর্শন…মাহি সাক্ষাতে মুগ্ধ সস্ত্রীক মুকেশ কুমার

কলকাতা: ইয়েলোব্রিগেডের এখন আর ক্যাপ্টেন নন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু একাধিক ধোনি ভক্তদের কাছে আজও তিনিই অধিনায়ক। বিশাখাপত্তনমে ঋতুরাজ গায়কোয়াড়ের সিএসকে ঋষভ পন্থের দিল্লিকে আইপিএলে (IPL) হারাতে পারেনি। কিন্তু তাতে যেন খুব বেশি ক্ষতি হয়নি বলে মনে করছেন একাধিক মাহিভক্ত। কারণ একটাই, তাঁরা মন ভরে দেখেছেন ধোনির ব্যাটিং। রবিবার রাতে ধোনির টিমে এ বার নাম লিখেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার মুকেশ কুমারের স্ত্রী।

আসলে ধোনি এমন একজন মানুষ, তিনি যাঁর সঙ্গে মেশেন একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে যায়। ধোনির সঙ্গে অনেক ক্রিকেটারের বন্ধুত্ব বিরাট জনপ্রিয়। যেমন সুরেশ রায়না। একটা সময় এমন ছিল যে রায়না ছিলেন ধোনি অন্ত প্রাণ। এখনও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের পেসার মুকেশ কুমার তাঁর স্ত্রীর সঙ্গে ধোনির দেখা করান। ম্যাচের শেষে তাঁরা তিনজন একসঙ্গে ছবিও তোলেন। সেই ছবি মুকেশ কুমার সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘থালার সঙ্গে একটা দারুণ সাক্ষাতের মুহূর্ত।’

মুকেশ কুমার মোট ৩টি ছবি শেয়ার করেন। যার একটিতে রয়েছেন তিনি, তাঁর স্ত্রী দিব্যা সিং ও ধোনি। অপর একটিতে দেখা যায় ধোনির সঙ্গে হ্যান্ডশেক করছেন দিব্যা। আর তৃতীয় ছবিতে দেখা যায় ধোনির সঙ্গে দিব্যা গল্প করছেন। গত বছর ওডিআই বিশ্বকাপের পর মুকেশ কুমার বিহারের বাসিন্দা দিব্যা সিংয়ের সঙ্গে বিয়ে করেন। ২০২৩ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ চলাকালীন বিয়ে করার জন্য ছুটি নিয়েছিলেন মুকেশ। ২০২৩ সাল থেকে দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন মুকেশ কুমার। এ বারের আইপিএলে দিল্লির হয়ে ২টি ম্যাচে মোট ৪টি উইকেট নিয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। যার মধ্যে চেন্নাইয়ের বিরুদ্ধেই তিনি নেন ৩টি উইকেট।



Leave a Reply