কলকাতা: তিনে তিন হার। আরও ভালো করে বললে, রোহিত শর্মাকে ছাঁটাই করার ফল ভুগতে শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আরও খুলে বললে, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার যে মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের, তাও প্রমাণ হয়ে গিয়েছে। নতুন নেতার হাত ধরে এ বারের আইপিএল শুরু করেছে মুম্বই। গুজরাট, হায়দরাবাদের পর রাজস্থানের কাছেও হারতে হয়েছে নীলবাহিনীকে। বাইরের দুটো ম্যাচে ধিক্কার জানিয়েছে গ্যালারি। ওয়াংখেড়েও পাশে দাঁড়ায়নি হার্দিকের। সম্মান বাঁচাতে এ বার কি হার্দিককে সরানো উচিত? বাংলার তারকা ক্রিকেটার কিন্তু সেই যুক্তিই সাজিয়ে দিচ্ছেন।
মনোজ তিওয়ারি এ বারই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। তাঁর কিন্তু মনে হচ্ছে, আর দেরি না করে রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া উচিত। ক্রিকবাজ়কে দেওয়া ইন্টারভিউতে ভারতীয় টিমের প্রাক্তন ক্রিকেটার মনোজ বলে দিয়েছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি এ বার রোহিতকে ফিরিয়ে দেওয়া উচিত। রোহিত পাঁচবার আইপিএল জেতা সত্ত্বেও ওকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছিল। আমার তো মনে হয়, রোহিতকে ক্যাপ্টেন্সি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত নয়।’
মনোজের কথায় যুক্তি রয়েছে। সোজা কথা, গুজরাট টাইটান্সের মতো নতুন টিমকে আইপিএলে নেতৃত্ব দেওয়া আর মুম্বইয়ের মতো টিমের নেতা হওয়া এক জিনিস নয়, সেটা টিম ম্যানেজমেন্টও বুঝতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা হল, হার্দিক নিজেও ফর্মে নেই। ব্যাটে-বলে টিমকে অনুপ্রাণিত করতে পারছেন না। টিম যে কারণে আরও বেশি ছন্নছাড়া লাগছে।
মনোজের কথায়, ‘জানি, ক্যাপ্টেন বদল বড় একটা সিদ্ধান্ত। কিন্তু মুম্বই এখনও একটাও পয়েন্ট তুলতে পারেনি তিনটে ম্যাচ থেকে। তার উপর ক্যাপ্টেন্সি একটা ইস্যু হয়ে রয়েছে। এমন নয় যে, মুম্বই তিনটে ম্যাচ কপাল খারাপের জন্য হেরেছে। এমনও নয়, ক্যাপ্টেন্সি এই তিনটে ম্যাচে দারুণ হয়েছে। আমি তো বলব, ক্যাপ্টেন্সিও একেবারে ভালো হয়নি।’