মুম্বইয়ের আকাশে রবি-বিকেলে ঝলমলে ‘সূর্যোদয়’! অপেক্ষায় রোহিতরা


MI, IPL 2024: মুম্বইয়ের আকাশে রবি-বিকেলে ঝলমলে ‘সূর্যোদয়’! অপেক্ষায় রোহিতরাImage Credit source: IPL Website

কলকাতা: পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু ১৭তম আইপিএলে তাদের পারফরম্যান্সের কথা বললে শুধুই সমালোচনা হচ্ছে। এমআই হারের হ্যাটট্রিক করেছে। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ। ঘরের মাঠে মরসুমের প্রথম জয়ের পেতে মরিয়া মুম্বই। হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার জন্য মুম্বইয়ের অনুরাগীরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন। একের পর এক ম্যাচ হেরে কোণঠাঁসা হয়ে পড়েছে মুম্বই। এই পরিস্থিতি ভালো খবর এসেছে রোহিত শর্মাদের জন্য। রবিবার এমনিতেই রয়েছে আইপিএলে (IPL) জোড়া ম্যাচ। আর যা খবর, তাতে শোনা যাচ্ছে ওই ম্যাচে মুম্বইয়ের জার্সিতে মরসুমের প্রথম ম্যাচ খেলতে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সূর্যকুমার যাদব। ফলে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বিকেলের ম্যাচে খেলতে পারেন স্কাই। ইন্ডিয়ান্স এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক সূত্র এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘সূর্যকুমার যাদব এখন ফিট। এনসিএ তাঁকে কয়েকটা প্র্যাকটিস ম্যাচে খেলিয়েছে। তাঁকে সেখানে ছন্দে দেখা গিয়েছে। তিনি এ বার মুম্বই ইন্ডিয়ান্স টিমের সঙ্গে যোগ দিতে পারবেন। আমরা চাইছিলাম যে সূর্য যেন এমআই শিবিরে ১০০ শতাংশ ফিট হয়ে এবং ম্যাচ খেলার জন্য তৈরি হয়ে যায়। আইপিএল শুরুর আগে যে ফিটনেস টেস্ট হয়েছিল তাতে সূর্য ১০০% ফিট অনুভব করেনি। তাই আমরাও অপেক্ষা করছিলাম ব্যাটিংয়ের সময় ওর যন্ত্রণা হচ্ছে কিনা সেটা দেখার জন্য।’

বেঙ্গালুরুর এনসিএ থেকে সহজে ফিটনেস সার্টিফিকেট পাননি সূর্যকুমার যাদব। বোর্ডের সূত্র জানিয়েছে, মোট ৩ বার তাঁকে ফিটনেস টেস্ট দিতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সফরে টি-২০ সিরিজের পর তিনি গোঁড়ালিতে গ্রেড ২ এর চোট পেয়েছিলেন। চলতি বছরে তাঁকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তারপর থেকে প্রায় চার মাসের মতো মাঠের বাইরে তিনি। এ বার তিনি মুম্বই শিবিরে ফিরতে চলায় স্বাভাবিকভাবেই টিমেও স্বস্তিও ফিরল।

Leave a Reply