IPLএ নিয়ম ভাঙলেন ঈশান কিষাণ, বিরাট শাস্তি দিল MIImage Credit source: X
কলকাতা: ঈশান কিষাণকে (Ishan Kishan) এ বার শাস্তি দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কি অবাক হচ্ছেন? মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগের সেই অবাধ্য ঈশান কিষাণকে? যিনি বোর্ডের নির্দেশ মানেননি এবং রঞ্জি ট্রফিতে খেলেননি। এ বার নিয়ম ভেঙে মুম্বই ইন্ডিয়ান্স শিবির থেকে শাস্তি পেলেন টিমের তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ। কী নিয়ম ভাঙলেন তিনি? আর কী শাস্তিই বা পেলেন ঈশান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ঈশান কিষাণকে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টিমের পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে কারণ তিনি টিমের মিটিংয়ে দেরিতে পৌঁছেছিলেন। যার ফলে তাঁকে একটি সুপারম্যানের পোশাক পরতে দেওয়া হয়। সেই পোশাক পরে তাঁকে টিমের অন্য ক্রিকেটারদের সঙ্গে বাসে করে এয়ারপোর্টে যেতে হয়েছে।
𝑷𝒖𝒏𝒊𝒔𝒉𝒎𝒆𝒏𝒕 𝒐𝒖𝒕𝒇𝒊𝒕 𝒊𝒔 𝒃𝒂𝒄𝒌! Find out who arrived late this time 😉➡️ https://t.co/2xqgOxuNDy
Watch the full #MIDaily now on our website & the MI app 🎥#OneFamily #MumbaiIndians pic.twitter.com/72tkNwb0vh
— Mumbai Indians (@mipaltan) April 3, 2024
অবশ্য শুধু ঈশান কিষাণকেই নয়, মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে টিম মিটিংয়ে দেরি করে যোগ দেওয়ার জন্য একই শাস্তি দেওয়া হয়েছে কুমার কার্তিকেয়, শামস মুলানি ও নুয়ান থুশারাকে। মুম্বই ইন্ডিয়ান্সের ইন্সটাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ঈশান, কার্তিকেয়, শামস ও নুয়ানকে সুপারম্যানের পোশাকে দেখা গিয়েছে। এবং তাঁরা এই বিষয়ে কথা বলেছেন।
ওই ভিডিয়োতে ঈশান জানান, তাঁদের শাস্তিস্বরূপ এই পোশাক পরতে দেওয়া হয়েছে। নুয়ান থুশারা আবার উল্টো পোশাক পরেছিলেন। তা নিয়ে হাসাহাসি করেন ঈশান। বলেন, ‘এই যে লঙ্কান সুপারম্যান।’ এই পোশাকে দেখে তাঁদের সতীর্থরা হাসাহাসি করতে থাকেন। কেউ কেউ আবার তাঁদের ছবি তুলতে থাকেন। ভিডিয়ো আবার নমন ধীরকে বলতে শোনা যায়, এই শাস্তির জন্যই বিশেষ করে তিনি কখনও টিমের মিটিংয়ে দেরিতে পৌঁছান না।
মুম্বই ইন্ডিয়ান্স টিমের পক্ষ থেকে প্রথম বার এই শাস্তি পেয়েছেন ঈশান তেমনটা নয়। কারণ এর আগেও ঈশান কিষাণ এই শাস্তি পেয়েছিলেন। ২০১৮ সালে টিম মিটিংয়ে দেরিতে পৌঁছনোর কারণে। সে বার তাঁর সঙ্গে এই শাস্তি পেয়েছিলেন, রাহুল চাহার ও অনুকূল রায়।