Rinku Singh: প্র্যাক্টিসে ‘প্রিয়জন’কে দেখেই কোলে তুলে নিলেন রিঙ্কু সিং!


Rinku Singh: প্র্যাক্টিসে ‘প্রিয়জন’কে দেখেই কোলে তুলে নিলেন রিঙ্কু সিং!Image Credit source: BCCI

কলকাতা: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দল আলাদা, রাজ্য স্তরেও। ম্যাচের সময় যে কারণে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই। আর বাকি সময় শুধুই বন্ধুত্ব। সতীর্থরা কখন যে প্রিয়জন হয়ে যান, এ যেন কেউ বুঝতে পারেন না। তাই তো মাহি ভাইকে দেখলে ছুটে যান ঋষভ পন্থ। ধোনিও কাঁধে ভরসার হাত রাখেন ঋষভের। এই সম্পর্কগুলোর নাম হয় না। বরং থাকে পরস্পরের প্রতি শ্রদ্ধা। রিঙ্কু সিং (Rinku Singh) এবং পৃথ্বী শ-র (Prithvi Shaw) মধ্যেও সম্পর্কটা ঠিক যেন এমনই। সন্ধ্যায় যখন ম্যাচে নামবেন, তখন তাঁরা প্রতিপক্ষ। একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। কিন্তু বাকি সময় তাঁরা প্রিয়জন।

বুধ-রাতে আইপিএলের ম্যাচে ভাইজ্যাগে নাইটরা তৃতীয় জয়ের খোঁজে নামবে। ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যে দিল্লি তাদের শেষ ম্যাচে সিএসকেকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই পন্থ-পৃথ্বীরা চাইবেন জয়ের ধারা বজায় রাখতে। অন্যদিকে রিঙ্কু-রাসেলদের নজর থাকবে জয়ের হ্যাটট্রিকে। পয়েন্ট টেবলের দুইয়ে এখন রয়েছে কেকেআর। দিল্লিকে যদি বেশি ব্যবধানে হারাতে পারে এবং রাজস্থানের থেকে যদি কেকেআরের নেট রানরেট বেশি হয় তা হলে নাইটরা পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে যাবে।

ম্যাচ শুরু হওয়ার আগে আপাতত রিঙ্কু সিং, পৃথ্বী শ-দের বন্ধুত্ব দেখা গেল। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনের ফাঁকে রিঙ্কু সিংকে দেখা যায় পৃথ্বী শ-কে কোলে তুলে নিতে। নিপাটই বন্ধুত্ব থেকে তাঁদের একসঙ্গে আলিঙ্গন করলেও দেখা যায়। কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইট X এ ওই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে, ‘নম্বর ওয়ান ইয়ারি।’ যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায় এক নম্বরের বন্ধুত্ব। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে। মাঠের বাইরে রিঙ্কু-পৃথ্বীর গলায় গলায় বন্ধুত্ব হলেও, ম্যাচে অবশ্য কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না। তা বলার আর অপেক্ষা রাখে না।



Leave a Reply