ক্রিকেট আর দূরের নয়, মূক ও বধিরদের জন্য IPL এ বিশেষ উদ্যোগImage Credit source: IPL Website
কলকাতা: ওরাও তো বিনোদন উপভোগ করতে চান। ওরাও তো বুঝতে চান বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা মাঠে নামলে কেমন উত্তেজনা ছড়ায় স্টেডিয়ামে। কিন্তু ওদের জন্য এতদিন কেউ আলাদা করে ভাবত না। এ বার ভাবছে। এই ওরা হলেন যাঁরা বিশেষভাবে সক্ষম ব্যক্তি। এবং যাঁরা আবার ক্রিকেট প্রেমী। তাঁদের জন্য এ বারের আইপিএলে রয়েছে বিশেষ ব্যবস্থা। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রথম বার আইপিএলে কমেন্ট্রি দেখা যাচ্ছে। আসলে ১৭তম আইপিএলে (IPL) প্রতিবন্ধীদের জন্য থাকছে ‘ডেসক্রিপটিভ কমেন্ট্রি’র ব্যবস্থা। যার সাহায্যে তাঁরা মাঠের মধ্যে হওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাচ্ছেন।
হঠাৎ করেই টেলিভিশনের পর্দায় ফুটে উঠছে এক ব্যক্তির ছবি। যিনি আকারে ইঙ্গিতে হাত দিয়ে বিশেষ ভঙ্গিমায় কিছু বোঝাচ্ছেন। এ দৃশ্য সচরাচর কোনও ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যের সময় দেখা যায়নি। ২ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-লখনউ ম্যাচে বিরাট কোহলি যখন আউট হলেন, সেই সময় কিঞ্জল শাহ আকারে ইঙ্গিতে (সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে) বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাঠের অবস্থা বোঝান। এ বারের আইপিএলে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। আর স্টার স্পোর্টস ৩ ইন্ডিয়া সাইনিং হ্যান্ডস (India Signing Hands) এর সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ধারাভাষ্যর ব্যবস্থা করেছে।
ভারতে প্রায় ৬৩ মিলিয়ন বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন। এই প্রথম বার ভারতে এ ভাবে তাঁদের ক্রিকেট বিনোদন উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইপিএলে এই কাজের সঙ্গে যুক্ত মানসি ধরমরাজ সিং বলেছেন, ‘যখন সাইন ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গ আসে, তা বরাবর ব্যাকরণের মত হয়। অভিব্যক্তি ছাড়া, বধির সম্প্রদায় পুরো পরিস্থিতিটা অনুভব করতে পারবে না। সেক্ষেত্রে ভাষা অসম্পূর্ণ থেকে যাবে। তাই অভিব্যক্তি গুরুত্বপূর্ণ।’ এ বারের আইপিএলে ১২টি ভাষায় ধারাভাষ্য শোনা যাচ্ছে। তার মধ্যে এই বিশেষ ধারাভাষ্য একটু বেশি স্পেশাল। যা নিয়ে নেটদুনিয়ায় বেশ চর্চাও হচ্ছে।