MS Dhoni: বোলে জো কোয়েল… হেলিকপ্টার শটের রাজা ধোনির গান শুনেছেন?Image Credit source: PTI
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মাঠে নামলেই গ্যালারির উত্তেজনা বেড়ে যায়। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। উপ্পলে শুক্র-রাতের আইপিএলের (IPL) ম্যাচে যে ধোনির জন্য হলুদ জার্সির ঢল দেখা যাবে, তেমনটা আশা করা যায়। গত ম্যাচে ধোনির ব্যাটিং ধামাকা দেখার সৌভাগ্য হয়েছে তাঁর অনুরাগীদের। মহেন্দ্র সিং ধোনি হেলিকপ্টার শটের রাজা। সকলেই তা জানেন। কিন্তু তিনি কত ভালো গান করেন, তা অনেকেই জানেন না। এ বার মাহির সুপ্ত প্রতিভা প্রকাশ্যে।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ধোনির গলায় একটি গান। ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘বোলে জো কোয়েল’ গাইছিলেন মাহি। কিন্তু হঠাৎ কেন গান গাইলেন ধোনি? আসলে ধোনি একটি ই-বাইকের বিজ্ঞাপনের জন্য ওই গান গাইছিলেন। যেখানে দেখা যায় একটি জঙ্গলের ভেতরে ফাঁকা রাস্তায় সামনের দিয়ে এগিয়ে যাচ্ছেন ধোনি। মাথায় তাঁর হেলমেট। তিনি ই-বাইক (যা অনেকটা সাইকেলের মতো দেখতে) চালাতে চালাতে গাইতে থাকেন, ‘অব কী বরস হায় ইয়ে সাভন, জান না মেরি লে জায়ে, বোলে জো কোয়েল বাগো মে… বোলে জো কোয়েল বাগো মে…’ এরপরই ওই বিজ্ঞাপনে দেখা যায় গাছের ডালে দু’টি পাখি (কোয়েল) এসে বসে। এবং ই-মোটরের বৈশিষ্ট্য নিয়ে এবং ধোনিকে নিয়ে আলোচনা করতে থাকে।
Our latest drop is trending | Mahi x Bole jo Koyal#collab #cycle #koyalboleemotorad #Dhoni #dilse #bolejokoyal #sureshraina #dhoni #koyaldhoni pic.twitter.com/Ooqr3U5nia
— EMotorad (@e_motorad) April 5, 2024
মহেন্দ্র সিং ধোনি যেখানেই যান যাবতীয় লাইমলাইট কেড়ে নেন। এ বার ধোনির গান শুনে মুগ্ধ তাঁর অনুরাগীরা। ভাইরাল ভিডিয়োটিতে অনেকে মজার মজার কমেন্ট করেছেন। বিজ্ঞাপনটির ভাবনা নিয়েও অনেকে আলোচনা করছেন। ধোনি ২২ গজে সময় কাটানোর পাশাপাশি প্রচুর বিজ্ঞাপন করেন। তাই তাঁর একাধিক সুপ্ত প্রতিভা মাঝে মাঝে প্রকাশ্যে চলে আসে।