গার্লফ্রেন্ড আছে? অবশেষে শুভ-‘মনের’ গোপন কথা বের করলেন এড শিরান


Shubman Gill: গার্লফ্রেন্ড আছে? অবশেষে শুভ-‘মনের’ গোপন কথা বের করলেন এড শিরানImage Credit source: স্ক্রিনশট

কলকাতা: ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলা হয় তাঁকে। নতুন করে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি হলেন শুভমন গিল। বর্তমানে আইপিএলে (IPL) ব্যস্ত তিনি। ২৪ বছরের শুভমন গিল (Shubman Gill) ব্যাট হাতে ২২ গজে যেমন ঝড় তুলতে ওস্তাদ, তেমনই তরুণীদের হৃদয়েও ঝড় তুলতে পটু। ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম নিয়ে কখনও খোলাখুলি কিছু বলেননি পঞ্জাবের ছেলে। একাধিক বার অবশ্য শুভমন গিলের সঙ্গে দুই সারার নাম জুড়েছে। একজন, ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর। আর অপরজন বলিউড তারকা শেফ আলি খানের মেয়ে সারা আলি খান। যিনি অভিনেত্রী। এ বার শুভমনের মনের কথা বের করলেন বিদেশি গায়ক এড শিরান।

মার্চ মাসে ভারতে কনসার্ট করতে এসেছিলেন আমেরিকান পপ গায়ক এড শিরান। মুম্বইয়ে কনসার্টের আগে তিনি দেখা করেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই সময় তাঁদের ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এ বার এড শিরান তাঁর ইউটিউব চ্যানেলে একটি ১৭ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল ও জনপ্রিয় ইউটিউবার কমেডিয়ান তন্ময় ভট্ট।

ভারতের বিভিন্ন খাবার খাওয়া, এখানে ক্রিকেট খেলার পাশাপাশি শুভমন গিলের সঙ্গে হাসি, ঠাট্টা করেছেন, আড্ডা মেরেছেন আমেরিকান পপ গায়ক এড শিরান। তিনি শুভমনকে গল্প করতে করতে প্রশ্ন করেন, ‘তোমার গার্লফ্রেন্ড আছে?’ উত্তরে শুভমন গিল বলেন, ‘না, সিঙ্গল।’ এড শিরান এরপর মজা করে তরুণীদের উদ্দেশ্যে এরপর বার্তা দেন, শুভমন কিন্তু এখনও সিঙ্গল রয়েছেন। ফলে যে কেউ কিন্তু একবার তাঁর সঙ্গে জমিয়ে প্রেম করার ট্রাই করতেই পারো।

মাত্র ২৪ বছর বয়স শুভমনের। তাই তিনি হয়তো এখন ক্রিকেট কেরিয়ারেই ফোকাস করতে চান। যে কারণে হয়তো জানিয়েছেন, তাঁর গার্লফ্রেন্ডও নেই। এ বার গিল যে এড শিরানকে পুরোপুরি সত্যি বলেছেন, তা কিন্তু বলা যাচ্ছে না। হতেই পারে ব্যক্তিগত জীবন নিয়ে যাতে বেশি আলোচনা না হয়, তাই শুভমন ওই উত্তর দিয়েছেন।

Leave a Reply