দুই রয়্যালের দ্বৈরথের আগে কোহলির ক্লাসে যশস্বী


IPL 2024: দুই রয়্যালের দ্বৈরথের আগে যশস্বীর সঙ্গে গভীর আলোচনায় বিরাটImage Credit source: RR X

কলকাতা: আইপিএলে (IPL) শনিবার দুই রয়্যালের লড়াই। জয়ের হ্যাটট্রিক করা রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ হারের হ্যাটট্রিক আটকাতে নামবে। জোড়া ম্যাচ হেরে পয়েন্ট টেবলের নয়ে নেমে গিয়েছে আরসিবি। আজ জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান জিতে গেলে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করতে পারে। ম্যাচের আগে দেখা গেল গভীর আলোচনায় মত্ত বিরাট কোহলি (Virat Kohli) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৪ ম্যাচে এখনও অবধি বিরাট কোহলি করেছেন ২০৩ রান। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল তাঁর চেনা ছন্দে নেই। গত তিন ম্যাচে যশস্বী করেছেন যথাক্রমে ২৪, ৫ ও ১০ রান। গত বছরের আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু এ বার যেন তাঁর ব্যাটে-বলে খাপ খাচ্ছে না। তাই হয়তো বিরাট কোহলিকে অনুশীলনের ফাঁকে দেখে যশস্বী জিজ্ঞাসা করছিলেন কী ভাবে ছন্দ ফিরে পাওয়া যায়।

রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া সাইট X এ বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালের একটি ভিডিয়ো এবং একটি ছবি শেয়ার করা হয়েছে। যা দেখে বোঝা যায় তাঁরা দু’জন কিছু বিষয়ে আলোচনা করছিলেন। বিরাট ও যশস্বীর ছবিটি বেশ নজরকাড়া। কারণ রয়েছে ২টো। প্রথমত, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কিছু বোঝাচ্ছেন তরুণ তুর্কি যশস্বীকে। দ্বিতীয়ত, বিরাট-যশস্বী যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন ঠিক তাঁদের মাথার ওপরের আকাশে দেখা গিয়েছে বিদ্যুতের ঝলক। সেই দৃশ্যও বেশ নয়নাভিরাম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে মোট ২৯ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে রাজস্থান জিতেছে ১২ বার আর আরসিবি জিতেছিল ১৫ বার। ২ ম্যাচ অমীমাংসিত।



Leave a Reply