পন্থদের বিরুদ্ধে নামার আগে মুম্বইয়ের ভুল শুধরে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়


Hardik Pandya: পন্থদের বিরুদ্ধে নামার আগে মুম্বইয়ের ভুল শুধরে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: খুশি মনে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখন কি সেই খুশি বজায় রয়েছে? হয়তো না। নতুন দায়িত্ব পেয়ে হার্দিক পান্ডিয়া ভেবেছিলেন এ বারের আইপিএলে (IPL) ১০০ শতাংশ উজাড় করে দেবেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক প্রতি ম্যাচে চরম বিদ্রুপের শিকার হচ্ছেন। প্রতি স্টেডিয়ামে দর্শকদের রোষে এসে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন হার্দিক। তিনি তা প্রকাশ করছেন না, সেটা ঠিক। কিন্তু তা নিয়ে আলোচনা চলছে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে মুম্বইয়ের নেতৃত্ব তুলে দেয় টিম ম্যানেজমেন্ট। তারপর থেকেই হার্দিকের উপর ক্ষোভ প্রকাশ করে চলেছেন রোহিত শর্মার অনুরাগীরা এবং মুম্বই ইন্ডিয়ান্সেরও বহু ফ্যান। এ বার হার্দিকের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রবি-বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে হারের হ্যাটট্রিক করা মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য বদলাবে? সঙ্গে হার্দিকের ভাগ্যও কি বদলাবে? তা সময়ই বলবে। আপাতত দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘ফ্যানেদের হার্দিক পান্ডিয়াকে বিদ্রুপ করা উচিত নয়। এটা ঠিক নয়। রোহিত শর্মার একটা আলাদা ক্লাস আছে। ওর পারফরম্যান্সেরও একটা আলাদা মাত্রা রয়েছে। ওকে ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক বানিয়েছে। ফলে ওর কোনও দোষ এখানে নেই।’

মহারাজের কথা থেকে পরিষ্কার, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে যে ভাবে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচে বিদ্রুপ শুনতে হচ্ছে, তা তিনি ভালো চোখে দেখছেন না। যে কারণে তিনি মনে করেন, হার্দিকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের এমন ব্যাবহার করা ঠিক নয়। তাই কোনও রাখঢাক না করে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ মুম্বইয়ের ভুল ধরিয়ে দিয়েছেন।



Leave a Reply