আমি ভুল করেছি… বিরাট মন্তব্যে ক্ষমা চাইলেন কিংবদন্তি


আমি ভুল করেছি… বিরাট মন্তব্যে ক্ষমা চাইলেন কিংবদন্তিImage Credit source: IPL Website

কলকাতা: আইপিএল (IPL) কেরিয়ারে অষ্টম সেঞ্চুরির কথা বিরাট কোহলি (Virat Kohli) কি মনে রাখবেন? তাঁর শতরানের ইনিংসের পরও আরসিবি জিততে পারেনি। রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারার পর বিরাট কোহলির সেঞ্চুরি নিয়েও সমালোচনা হচ্ছে। কারণ, ৩৯ বলে অর্ধশতরান পূরণ করেন বিরাট। আর মোট ৬৭ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি। আইপিএলের ইতিহাসে এতদিন সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি ছিল মনীশ পান্ডের নামে। এ বার সেই তালিকায় অনিচ্ছাসত্ত্বেও নাম লিখিয়েন বিরাট কোহলি। আর কোহলির ইনিংসের গতি নিয়ে সমালোচনা করে নেটিজ়েনদের রোষের মুখে পড়েন ক্যারিবিয়ান প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। পরে চাপে পড়ে আবার ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

বিরাট কোহলির ধীর গতির ইনিংস নিয়ে ঠিক কী বলেছিলেন ইয়ান বিশপ?

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলি হাফসেঞ্চুরি করার সময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ ধারাভাষ্য দিচ্ছিলেন। সেই সময় তিনি বলেন, ‘বিরাট কোহলি মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি করল।’ ইয়ান বিশপের এই কথার মধ্যে ‘মাত্র’ কথাটি ভালো ভাবে নেননি নেটিজ়েনরা। অনেকের মনে হয়েছে বিশপ এ ভাবে বলে বিরাট কোহলির ইনিংসের সমালোচনা করেছেন।

সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন ইয়ান বিশপকে ট্যাগ করে লেখেন, তিনি বিরাট কোহলির হাফসেঞ্চুরির কথা ধারাভাষ্য দেওয়ার সময় বলতে গিয়ে মাত্র ৩৯ বল, এই মাত্র শব্দটি ব্যবহার করে কষ্ট দিয়েছেন তাঁকে। এরপর ইয়ান বিশপ ওই X ব্যবহারকারীর বার্তার কমেন্টে লেখেন, ‘আমি খুব ভালো ভাবেই জানি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলে যায়। আমার তাই মাত্র বলা উচিত হয়নি। প্রত্যেক ফর্ম্যাটের ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় আমার শব্দচয়নের দিকে আরও নজর বেশি দেওয়া উচিত। যে কারণে আমি ক্ষমা চাইছি।’

এত বড় মাপের ক্রিকেটার হওয়ার পরও যে ভাবে নিজের ভুল একবাক্যে মেনে নিয়েছেন ইয়ান বিশপ, তার জন্য তিনি প্রশংসিত হচ্ছেন। বিরাটের খেলার গতি নিয়ে ইয়ান বিশপ সমালোচনা করেও ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু কোহলির স্ট্রাইক রেট নিয়ে বাকি অনেকের আলোচনা থামছেই না।



Leave a Reply