MI vs DC: পন্থ সুযোগ করে দিলেন তাড়াতাড়ি সূর্যর ব্যাটিং তাণ্ডব দেখার, DC টিমেও থাকছে চমকImage Credit source: X
কলকাতা: আইপিএলে পাঁচখানা ট্রফি সাজানো রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। সেই সময় এইআই টিমে ছিল রোহিত শর্মার রাজত্ব। এখন টিমের ক্যাপ্টেন বদলেছে। পারফরম্যান্সও খারাপ হয়েছে। চলতি আইপিএলে (IPL 2024) টানা ৩ ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। কোনও টিমই টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক চায় না। কিন্তু না চাইলেই যে তা হবে না, তেমনটাও নয়। ওয়াংখেড়েতে আজ হার্দিক-রোহিতদের পরীক্ষা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বই সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে প্রথম জয় চাইবে। প্রত্যাশামতো সূর্যকুমার যাদব খেলতে চলেছেন ওয়াংখেড়েতে। টস জিতলেন ঋষভ পন্থ। কী বাছলেন? কেমন হল দুই দলের একাদশ?
দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীরা তাড়াতাড়ি সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব দেখার সুযোগ পাবেন। দিল্লি ক্যাপিটালসের অবস্থা এ বারের আইপিএলে আহামরি নয়। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের মতো এতটাও খারাপ নয়। কারণ এই মরসুমে এখনও অবধি একটা ম্যাচ জিতেছে দিল্লি। যে কারণে পন্থদেরও লক্ষ্য ঘুরে দাঁড়ানো।
রবি-বিকেলের আইপিএ ম্যাচে এক বিশেষ উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল অভিযানের অংশ হিসেবে আজ ওয়াংখেড়েতে ১৮ হাজার বাচ্চা ব্লু আর্মিকে সাপোর্ট করতে আসবে। মুম্বই শহরের একাধিক এনজিওর বাচ্চারা ওয়াংখেড়েতে মুম্বই-দিল্লির ম্যাচ উপভোগ করবে।