Virat Kohli: ভরা মাঠে জাপটে ধরে ‘বিরাট প্রেম’, টেনে হিঁচড়ে বার করা ভক্তের কী পরিণতি?
কলকাতা: বিরাট কোহলির সেঞ্চুরিতে রক্ষা হল না আরসিবির (RCB)। কিং কোহলির সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি করে জস বাটলার শনি-রাতে জিতিয়েছেন পিঙ্ক আর্মিকে। হারের হ্যাটট্রিক করে আইপিএলের পয়েন্ট টেবলের আটে নেমেছে আরসিবি। এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো পারফর্ম করতে পারছে না। কিন্তু বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে আলোচনা থামছেই না। আর সেটাই স্বাভাবিক। তিনি যে ছন্দে রয়েছেন, তাতে আলোচনা থামতেই চাইছে না। তাঁর প্রতি অনুরাগীদের ভালোবাসা সব সময় প্রতি মাঠে দেখা যায়। জয়পুরেও কোহলির এক ভক্ত ভরা মাঠে ঢুকে পড়েছিলেন। নিজের প্রিয় তারকা বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন ওই ভক্ত। তারপর কী হল?
গত সপ্তাহে ২৫ মার্চ আইপিএলে আরসিবির সঙ্গে পঞ্জাব কিংসের ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। বিরাট কোহলির এক ভক্ত ঢুকে পড়েছিল মাঠে। পরবর্তীতে তাঁকে ব্যাপক মার খেতে হয়েছিল নিরাপত্তারক্ষীদের কাছে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে যে কোহলিভক্ত মাঠে ঢুকেছিল তাঁর সঙ্গে কী করেছেন নিরাপত্তারক্ষীরা তা জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কোহলির ওই ভক্ত মাঠে প্রবেশ করার পর তাঁকে জাপটে ধরেন। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা ছুটে মাঠে প্রবেশ করেন। এরপর নিরাপত্তাকর্মীরা ওই কোহলির অনুরাগীকে টেনে হিঁচড়ে মাঠ থেকে বের করে দেন। তাঁকে আর মার খেতে হয়েছে কিনা জানা যায়নি।
A fan breached the field to meet & hug Virat Kohli 😍❤️ pic.twitter.com/UaWQn8tTYK
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) April 7, 2024
A fan breached the field to meet & hug Virat Kohli. pic.twitter.com/HTxu1vDlLr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 6, 2024
নিরাপত্তাকে ফাঁকি দিয়ে ভক্তদের মাঠে প্রবেশের ঘটনা নতুন নয়। দেশে তো বটেই বিদেশের মাটিতেও ভারতের টেস্ট ম্যাচের সময় জার্ভো নামের এক জনপ্রিয় ইউটিউবার বেশ কয়েক বার মাঠে প্রবেশ করেছেন। নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে। সোশ্যাল মিডিয়ায় আর এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যায় আরসিবির টিম হোটেলে এক ভক্ত বিরাটের অটোগ্রাফের জন্য অপেক্ষায় রয়েছে। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা বিরাটকে আগলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোহলি ওই ভক্তকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে অটোগ্রাফ দেন। বিরাট ভক্তদের সোশ্যাল মিডিয়া সাইটে ঘুরছে এই ভিডিয়ো।
A fan waiting for Virat Kohli’s autograph for long time at the team hotel and he gave his autograph at Jaipur.
– Nice gesture from King Kohli. ❤️ pic.twitter.com/LWw9zptl5U
— CricketMAN2 (@ImTanujSingh) April 7, 2024