LSG vs GT, IPL 2024: ঋদ্ধিমান সাহার চোটে অস্বস্তি, রান তাড়া নিয়ে চিন্তিত নন শুভমনImage Credit source: X
কলকাতা: মরসুমের শুরুটা হার দিয়ে করার পর ঘুরে দাঁড়িয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (LSG)। একানা স্টেডিয়ামে জোড়া জয়ের মুখ দেখেছেন পুরান-ডি’ককরা। শুভমন গিলের গুজরাট টাইটান্স (GT) ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে হেরে লখনউয়ে এসেছে। পঞ্জাব কিংয়ের বিরুদ্ধে গুজরাটের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। পুরনো ম্যাচের ফলাফল অতীতে ফেলে নতুন ভাবে এগিয়ে যাওয়াই শুভমন-ঋদ্ধিমানদের লক্ষ্য। ২টো টিমের বয়স আইপিএলে (IPL) ২ বছর। গুজরাট ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়নও। কিন্তু এ বার গুজরাটের থেকে পয়েন্ট ও পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে রয়েছে লখনউ। রাহুলদের বিরুদ্ধে নামার আগে গুজরাট শিবিরে অস্বস্তি ঋদ্ধিমান সাহাকে নিয়ে। একানা স্টেডিয়ামে টস জিতলেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেএল রাহুল। টসের পর তিনি বলেন, ‘উইকেট ভালো। প্রথমে ব্যাটিং করে আগের ২টো ম্যাচে আমরা সফলভাবে রান আটকেছি। গুজরাট টাইটান্সের আমাদের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে।’ এরপরই ইয়ান বিশপ লখনউয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে প্রশ্ন করেন তাঁর টিমের গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে নিয়ে। রাহুল তখন বলেন, ‘মায়াঙ্ক যাদবের এটা প্রথম মরসুম। ও বেশ কয়েকবার চোট পেয়েছিল। মাত্র ২১ বছর বয়স ওর। এই বয়সে ও ভীষণ প্রফেশনাল। ও এখনও খেলাটা বোঝার চেষ্টা করছে। আমাদের জন্য ওকে সঠিকভাবে সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে মর্নি মর্কেল রয়েছে এবং অন্যান্যরাও ওর দিকে নজর রাখছে। আমার কার ও যেন সুযোগ পায় এবং ভালো খেলে সেটা দেখা।’
টস হেরে খুশি হয়েছেন গুজরাট ক্যাপ্টেন শুভমন গিল। তিনি বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। তাই টসের রেজাল্টে খুশি। গত ম্যাচে আমাদের শেষ ৭ ওভার ঠিকঠাক যায়নি। তবে আমরা শেষ ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে চাই।’ এরপরই শুভমন জানান, ব্যাক স্প্যাজমের কারণে ঋদ্ধিমান সাহা এই ম্যাচ খেলতে পারবেন না। বিআর শরথের আজ অভিষেক হচ্ছে। এবং হসমতউল্লাহ ওমরজাইয়ের জায়গায় স্পেনসর জনসন একাদশে ফিরেছেন।
লখনউ সুপার জায়ান্টস – লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি’কক, দেবদত্ত পাড়িক্কাল, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, নবীন উল হক ও মায়াঙ্ক যাদব।
ইমপ্যাক্ট পরিবর্ত – মণিমরন সিদ্ধার্থ, দীপক হুডা, অমিত মিশ্র, যুধবীর সিং চরক, আর্শাদ খান।
গুজরাট টাইটান্সের একাদশ – বিআর শরথ (উইকেটকিপার), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, উমেশ যাদব, স্পেনসর জনসন, দর্শন নালকান্ডে ও মোহিত শর্মা।
ইমপ্যাক্ট পরিবর্ত – কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড, অভিনব মনোহর, জয়ন্ত যাদব, এম সুথার।