চেন্নাই সুপার কিংস এবং রবীন্দ্র জাডেজা। একটা সময় সম্পর্কে চিড় ধরেছিল। যদিও সেটা সাময়িক। সব অভিমান মিটে গিয়েছিল গত মরসুমেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। পঞ্চম ট্রফি জয়ের ক্ষেত্রে গত বারের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। শেষ দু-বলে প্রয়োজন ছিল ১০ রান। চেন্নাই সুপার কিংস সমর্থকদের অনেকেই হাল ছেড়ে দিয়েছিলেন। ডাগ আউটে মন খারাপ মাহিরও। এমন সময় ছয় ও চার মেরে চ্যাম্পিয়ন করেন জাড্ডু। সেলিব্রেশনের দৌড় গিয়ে থামে ধোনির কোলে। একটা সময় সেই ধোনির থেকেই স্যার উপাধি পেয়েছিলেন। এ বার চেন্নাই সুপার কিংসে নতুন উপাধি।
ঘরের মাঠে জোড়া জয় দিয়ে এ বারের আইপিএল শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। অ্যাওয়ে ম্যাচে জোড়া হার। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চাপে ছিল চেন্নাই সুপার কিংস। তবে রবীন্দ্র জাডেজার বোলিং-ফিল্ডিং ম্যাচের রং বদলে দেয়। ইনিংসের প্রথম বলেই পয়েন্টে তাঁর ক্যাচে গোল্ডেন ডাক ফিল সল্টের। এরপর আরও একটি ক্যাচ নিয়ে আইপিএলে ক্যাচের সেঞ্চুরি পূর্ণ করেন। সঙ্গে চার ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট। আইপিএলে অনন্য নজির।
⚔️Aatanayagan = Thalapathy ⚔️#CSKvKKR #WhistlePodu #Yellove🦁💛 @imjadeja pic.twitter.com/a9IdTkutQi
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র প্লেয়ার হিসেবে হাজারের বেশি রান, একশো উইকেট এবং একশো ক্যাচের নজির। তাঁকে সেনাপতি বলা হয় সিএসকে শিবিরে। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় রবীন্দ্র জাডেজাকে সঞ্চালক হর্ষ ভোগলে বলেন, এ বার থালাপতি (সেনাপতি) বলা যায়? জাডেজা হেসে জবাব দেন, এখনও এই উপাধি ভেরিফায়েড হয়নি। কিছুক্ষণ পরই চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভেরিফায়েড ক্রিকেট থালাপতি উপাধি দেওয়া হয় রবীন্দ্র জাডেজাকে।