জন্ম কলকাতায়, খেলেন বিদর্ভে; LSG-র নতুন নায়ক যশ ঠাকুর


এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম কোনও বোলার ৫ উইকেট নিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের মিডিয়াম পেসার যশ ঠাকুর। নামটা অচেনা নয়। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফিতে এ বার ফাইনালে উঠেছিল বিদর্ভ। এর নেপথ্যে অন্যতম কারিগর যশ ঠাকুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নজর কাড়ছেন এই তরুণ পেসার। আলাদা করে বলতে হয় রবিবারের অনবদ্য পারফরম্যান্সের কথা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসের বিদেশি পেসার মার্ক উড ফাইফার নিয়েছিলেন। এ বারও লখনউয়ের পেসারই নিলেন পাঁচ উইকেট। লোকেশ রাহুলদের শিবিরে গত কয়েক ম্যাচ থেকে আলোচনা চলছিল মায়াঙ্ক যাদবকে নিয়ে। এক্সপ্রেস গতির মায়াঙ্ক যাদব কেরিয়ারের প্রথম দু-ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও তেমনই প্রত্যাশা ছিল। সিলেবাসের বাইরে যশ ঠাকুর প্রশ্ন! মায়াঙ্ক মাত্র এক ওভার বোলিং করেই উঠে যান। সেই অভাব বুঝতেই দেননি যশ।

শুরুতে অনবদ্য ইয়র্কারে টাইটান্স অধিনায়ক শুভমন গিলের উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া যশ ঠাকুরই এখন আলোচনায়। তাঁর জন্ম কলকাতায়! চমকে দেওয়া তথ্য হলেও এটাই সত্যি। কলকাতার তারাতলায় থাকতেন যশরা। বাবা সেনাবাহিনীতে থাকায় জায়গা বদল তাঁর কাছে নতুন কিছু নয়। এরপর বিদর্ভে পাড়ি দেওয়া। রাজ্য ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন। গুজরাট টাইটান্সে উমেশ যাদব, দর্শন নালকান্ডেরা ঘরোয়া ক্রিকেটে তাঁর সতীর্থ। তাদের বিরুদ্ধেই অনবদ্য পারফরম্যান্স।

বোর্ডে মাত্র ১৬৩ রানের পুঁজি নিয়ে টি-টোয়েন্টিতে জেতা সহজ নয়। লখনউ সুপার জায়ান্টস ৩৩ রানে জিতেছে। আর এটা সম্ভব হয়েছে যশের জন্যই। ৩.৫ ওভারের মধ্যে ১টি মেডেন। ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন মিডিয়াম পেসার যশ ঠাকুর।

Leave a Reply