ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নতুন তারারও জন্ম দেয়। আজ তেমনই কিছু হতে পারে। জয়ের হ্যাটট্রিক দিয়ে মরসুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আজ চতুর্থ ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। কেকেআর টানা তিন ম্যাচ জিতেছে। উল্টোদিকে, চেন্নাই ঘরের মাঠে জোড়া হারে অভিযান শুরু করলেও অ্যাওয়ে ম্যাচ দুটিতেই হেরেছে। তাদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কেকেআরের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা।
বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই দেখা যায়, তরুণ প্লেয়ারদের সুযোগ দিতে। গত মরসুমে মাহির টিম পেয়েছিল মাতিসা পাথিরানাকে। তাঁকে ধারাবাহিক সুযোগ দেওয়া হয়েছিল। ভরসা পেয়েছিলেন মালিঙ্গার অ্যাকশনে বোলিং করা পাথিরানা। তেমনই এ মরসুমে লখনউ সুপার জায়ান্টস সুযোগ দিয়েছে মায়াঙ্ক যাদবের মতো তরুণ পেসারকে। দু-ম্যাচে সেরার পুরস্কারও জিতেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সও স্লগ ওভার স্পেশালিস্ট তরুণ পেসারকে সুযোগ দেওয়ার ভাবনায়।
তরণ পেসারদের সুযোগ দিলে সেই সিদ্ধান্ত সঠিক হতে পারে, এমন প্রাপ্তি হয়েছে কেকেআরের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হয়েছিল অঙ্গকৃশ রঘুবংশীকে। যদিও সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারে প্রথম বার ব্যাটিংয়ের সুযোগ আসে। তাঁকে তিনে নামানো হয়েছিল। কেরিয়ারের প্রথম আইপিএল ইনিংসেই ২০০ স্ট্রাইকরেটে ৫৪ রানের ইনিংস খেলেন।
আইপিএলের মিনি অকশনে এ বার কলকাতা নাইট রাইডার্স নিয়েছে বিহারের এক তরুণ পেসার সাকিব হোসেনকে। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতা মাত্র দু-ম্যাচের। কেকেআর শিবিরে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অনবদ্য় বোলিং করেছিলেন সাকিব। বিশেষ করে বলতে হয় স্লগ ওভারের কথা। দিল্লির বিরুদ্ধে টিমে থাকলেও হর্ষিত রানা মাঠে না নামায় ধোঁয়াশা বেড়েছিল।
Can’t get enough of his moves 🤌🏽 pic.twitter.com/OEb7uaESM7
— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2024
চিপকের মাঠে এ বার যে ট্রেন্ড দেখা গিয়েছে, তাতে পেসারদেরই দাপট। সে কারণেই মনে করা হচ্ছে আজ সিএসকের বিরুদ্ধে অভিষেক হতে পারে স্লগ ওভার স্পেশালিস্ট সাকিব হোসেনের।