‘বিশ্বকাপ ফাইনালে হারের পর ভেবেছিলাম…,’ ক্যাপ্টেন রোহিত শোনালেন ‘অপ্রত্যাশিত’ অভিজ্ঞতা Image Credit source: X
কলকাতা: বছর আসে বছর যায় ভারতের ঝুলিতে আর বিশ্বকাপ (World Cup) ট্রফি আসে না। টিম ইন্ডিয়ার কাছে ১২ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটানোর সুযোগ ছিল তেইশে। দেশের মাটিতে গত বছর ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেও বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেই সঙ্গে ভারতবাসীদের মনও দুঃখে-কষ্টে ভারাক্রান্ত ছিল। অজি আগ্রাসনের কাছে হার স্বীকার করতে হয়েছিল মেন ইন ব্লুকে। সম্প্রতি নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়ে জানিয়েছেন।
বিশ্বকাপ হারের কষ্ট নিয়ে বলতে গিয়ে রোহিত অতীতে ফিরেছিলেন। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচের দু’দিন আগে আমাদের টিম আমেদাবাদে অনুশীলন করেছিল। টিমের গতি বজায় ছিল। ঠিক যেন টিম অটোপাইলটে চলছিল। যখন ফাইনাল ম্যাচ শুরু হয়েছিল, আমরা শুরুটা ভালোই করেছিলাম। শুভমন তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। কিন্তু তারপর বিরাট আর আমার একটা পার্টনারশিপ জমেছিল। তাই আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা ভালো রান স্কোরবোর্ডে তুলতে পারব। ফাইনাল যখন খেলা হয়, বড় ম্যাচে স্কোরবোর্ডে রান থাকলে প্রতিপক্ষ টিমে চাপে থাকে। কারণ ওদের সেই রানটা তুলতে হবে। চাপের মধ্যে যে কোনও টিম ঘাবড়ে যেতে পারে। অস্ট্রেলিয়া ভালো ক্রিকেট খেলেছিল। ওদের বড় পার্টনারশিপও হয়েছিল।’
এ ছাড়াও রোহিত জানান, তিনি ভেবেছিলেন দেশের মাটিতে ভারতীয় টিম বিশ্বকাপ হারায় দেশবাসীরা ক্ষুব্ধ থাকবেন। কিন্তু টুর্নামেন্টের পর তিনি যেখানেই গিয়েছিলেন, সকলে ভারতীয় দলকে সমর্থন করেছেন। ক্রিকেটার প্রতি ভালোবাসা জানিয়েছিলেন। অনবদ্য পারফর্ম করা ভারতীয় টিম বিশ্বকাপ ট্রফি জেতেনি ঠিকই, কিন্তু এ কথাও ঠিক যে রোহিতের দল সকল ভারত বাসীর হৃদয় জয় করে নিয়েছিল।
বর্তমানে ভারতের মাটিতে চলছে আইপিএল। এই কোটিপতি লিগ শেষ হলেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। তা অবশ্য ভারতে হবে না। এ বারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।