ভিডিয়ো: প্রথম বলেই বড় ভুল, দুর্দান্ত ক্যাচে প্রায়শ্চিত্ত ধাওয়ানের!


শূন্য থেকে শুরু হতে পারত পঞ্জাব কিংসের। যদিও শিখর ধাওয়ানের ভুলেই হয়নি। শোধরানোর সুযোগ আসতে তা হাতছাড়া করেননি পঞ্জাব কিংস ক্যাপ্টেন। মোহালির নতুন স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছে পঞ্জাব কিংস। সানরাইজার্সের ব্যাটিং আক্রমণ কতটা ভয়ঙ্কর, এ মরসুমে তার ঝলক পাওয়া গিয়েছে। আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড এখন তাদের দখলেই। সানরাইজার্সের বিরুদ্ধে শুরুতেই বড় ভুল শিখর ধাওয়ানের।

এ মরসুমে সানরাইজার্স ব্য়াটিংকে শক্তি জুগিয়েছে পাওয়ার প্লে-তে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ডাকাবুকো ব্যাটিং। এই দুই ব্যাটার ক্রিজে থাকলে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হতে থাকে। প্রতিপক্ষর চাপ বাড়ে। পরের দিকে আরও খোলা মনে খেলতে পারেন হেনরিখ ক্লাসেনের মতো ছন্দে থাকা ব্যাটার। যদি সুযোগ আসে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট নেওয়ার? একেবারেই হাতছাড়া করতে নেই। ভুলে সেটাই করেছিলেন শিখর ধাওয়ান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান। বোলিংয়ে কাগিসো রাবাডা। স্ট্রাইকে ট্রাভিস হেড। ম্যাচের প্রথম ডেলিভারি। সামান্য সুইং। কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রাভিস হেড। উইকেটের পিছনে বল ধরেই ক্যাচের আবেদন করেন জীতেশ শর্মা। আত্মবিশ্বাসী আবেদন। তাঁর বিশ্বাস ছিল, ব্যাটে লেগেছে। সাউন্ড পেয়েছেন বলেই আত্মবিশ্বাসী আবেদন। আম্পায়ার সাড়া দেননি। বোলার রাবাডাও আগ্রহ দেখাননি।

ক্যাপ্টেন শিখর ধাওয়ান শুধুমাত্র জীতেশের আত্মবিশ্বাসে রিভিউ নেওয়ার কথা ভাবেননি। হতাশ হতে হয় জীতেশকে। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখাতেই অবশ্য আপশোস পঞ্জাব কিংস শিবিরে। সবচেয়ে বেশি আক্ষেপ ক্যাপ্টেন শিখর ধাওয়ানের। কিপারের উপর ভরসা করলে প্রথম বলেই উইকেট মিলত। স্নিকোমিটারে ধরা পড়েছে, ব্যাট ছুঁয়েছে বল। বড় ভুলের প্রায়শ্চিত্ত করলেন অনবদ্য় একটা ক্যাচে। অর্শদীপ সিংয়ের বোলিংয়ে বড় শট খেলেছিলেন হেড। বল অনেকটাই উঁচুতে ওঠে। মিড অফ থেকে অনেকটা দৌড়ে অনবদ্য ক্যাচে হেডকে ফেরান ধাওয়ান। ১৫ বলে ২১ রানে ফেরেন হেড।



Leave a Reply