‘আমি হটি, আমি নটি…’, বাথটবে কার সঙ্গে ষাটোর্ধ্ব রবি শাস্ত্রী?


Ravi Shastri: ‘আমি হটি, আমি নটি…’, বাথটবে কার সঙ্গে ষাটোর্ধ্ব রবি শাস্ত্রী?Image Credit source: @RaviShastriOfc X

কলকাতা: প্রখর রোদে প্রাণ যায় যায় অবস্থা সকলের। আর এই পরিস্থিতিতে আরও উষ্ণতা বাড়ালেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রবি শাস্ত্রী (Ravi Shastri)। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ধারাভাষ্য দিতে ব্যস্ত। তারই মাঝে বুধবার সকাল থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। হঠাৎ কী এমন করলেন, যে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে নিয়ে আলোচনা থামছেই না? নিজেকে হঠাৎ করেই রবি শাস্ত্রী হটি-নটি বলেছেন। ৬২ ছুঁই ছুঁই শাস্ত্রীর সেন্স অব হিউমর অসম্ভব। এ বার তো দেখা গিয়েছে, একজনের সঙ্গে বাথটবেও বসে রয়েছেন রবি শাস্ত্রী। সঙ্গী কে?

বুধবার সকাল ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়া সাইট X এ রবি শাস্ত্রী নিজের একটি ছবি শেয়ার করেন। যেখানে রবি শাস্ত্রীর পরণে রয়েছে একটি বাথরোব। তাতে কোনও সমস্যা হয়নি। কিন্তু ওই ছবির ক্যাপশনে রবি শাস্ত্রী লেখেন, ‘আমি হলাম হটি, আমি হলাম নটি, আমি সিক্সটি।’ তাঁর ওই ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল।

এরপর দুপুর ১.৪৯ মিনিটে রবি শাস্ত্রী আরও একটি ছবি শেয়ার করেন। সেটির ক্যাপশনে লেখেন, ‘এই ছবির কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে থ্রাস্ট ট্র্যাপ?’ ওই ছবিটিতেও প্রচুর লাইক ও কমেন্ট পড়েছিল।

বিকেল ৩.৩৪ মিনিটের দিকে রবি শাস্ত্রী সাদা ছোট তোয়ালে দিয়ে নিজের মুখ ঢেকে একটি ছবি শেয়ার করেছিলেন। স্বাভাবিক ভাবেই অল্প ব্যবধানে রবি শাস্ত্রীর এই একের পর এক ছবি শেয়ার করায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। বিশেষ করে তিনি একটু অন্যরকম ক্যাপশন ব্যবহার করায়।

ঘড়ির কাঁটায় ৫টা বাজতে চার মিনিট বাকি থাকতে রবি শাস্ত্রী ও তাঁর একের পর এক ছবি শেয়ারের রহস্য ভেদ হয়। রবি শাস্ত্রী একটি ৩৫ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যায় একটি স্পা-য়ের মধ্যে ঢুকছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘আমি সিওর নই এখানে হটেস্ট কে… আমি, বীরু নাকি ধোঁয়া।’ ওই ভিডিয়োতেই বাথটবে একসঙ্গে বসে থাকতে দেখা যায় রবি শাস্ত্রী ও বীরেন্দ্র সেওয়াগকে। তাঁরা দু’জন আসলে একটি ট্র্যাভেল কোম্পানির বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। এবং তার ভিডিয়োই দু’জন তাঁদের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেছেন।



Leave a Reply