বিরাটের থেকে IPL ডেবিউ ক্যাপ পেলেন জ্যাকস, রোহিতদের বিরুদ্ধে আরসিবির ভাগ্য ফিরবে?


IPL 2024: বিরাটের থেকে IPL ডেবিউ ক্যাপ পেলেন জ্যাকস, রোহিতদের বিরুদ্ধে আরসিবির ভাগ্য ফিরবে?

কলকাতা: রো-কো জুটিকে আজ ওয়াংখেড়ে মাতাতে দেখার জন্য অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। দুই দলের পরিস্থিতি প্রায় একই। হারের হ্যাটট্রিক করার পর একটা ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর আরসিবি জয়ের স্বাদ কেমন, তা ভুলেই গিয়েছে। এ বারের আইপিএলে ৫টি ম্যাচে খেলে বিরাট কোহলিরা জিতেছেন মাত্র ১টি ম্যাচে। লক্ষ্মীবারে দেখার আরসিবির ভাগ্য খোলে, নাকি দ্বিতীয় জয়ের হাসি ফোটে মুম্বই টিমের সদস্যদের। জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে আজ আরসিবির হয়ে অভিষেক হল উইল জ্যাকসের।

হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। টসের পর তিনি বলেন, ‘আমরা প্রতিটা ম্যাচে নতুন ভাবে শুরু করছি। নতুন বলে প্রতিপক্ষদের উপর প্রথম থেকে চাপ সৃষ্টি করতে চাই। এখানে গত ২ দিন শিশির দেখেছি। এই মাঠে রান তাড়া করার যোগ্য। সেই ধারাই বজায় রাখব। পরে জানতে পেরেছিলাম গত ম্যাচে দলের কেউ হাফসেঞ্চুরি না করার পরও, আমরা ২৩৪ রান তুলেছিলাম। অর্থাৎ একজন বেশি ব্যাটিং করলে আমরা সহজেই এই রান তুলতে পারি।’

গত বছরের আইপিএলের নিলামে ৩.২ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে কিনেছিল বিরাটের আরসিবি। কিন্তু সে বার চোটের কারণে তাঁর খেলা হয়নি। চব্বিশের আইপিএলের নিলামের আগে আরসিবি জ্যাকসকে রিটেইন করে রেখেছিল। অবশেষে তাঁর আইপিএল অভিষেক হল। এ বার দেখার বছর ২৫ এর তরুণ ওপেনার কেমন পারফর্ম করেন।

Leave a Reply