একটা সময় পর নতুন প্রজন্মকে জায়গা ছাড়তে হয়। যদি ফিটনেস থাকে? নতুন প্রজন্মের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারে! তারপরও একটা প্রশ্নের সামনে পড়তেই হয়। অবসর কবে নেবেন? কখনও সাংবাদিক সম্মেলনে, আবার কখনও কোনও অনুষ্ঠানে। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি। সকলকেই এই প্রশ্নের সামনে পড়তে হয়েছে। এ বার রোহিতকে সেলিব্রিটির প্রশ্নের মুখে পড়তে হল। প্রসঙ্গ অবসর। কী বলছেন ভারত অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন রোহিত। তেমনই ব্যাটার হিসেবেও। একটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে বিদায় নিয়েছিল টিম। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল টিম। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ২০১১ সালে ঘরের মাঠে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বার টিমে জায়গা হয়নি রোহিতের। ফলে ওয়ান ডে বিশ্বকাপ জয় অধরা রয়েছে। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন।
ব্রিটিশ পপ সিঙ্গার এড শিরানের সঙ্গে আলাপচারিতায় নানা প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তেমনই অবসর নিয়েও এড শিরানের জনপ্রিয় গান PERFECT এর মতোই পারফেক্ট রিপ্লাই দিলেন রোহিত। অবসর প্রসঙ্গে বলছেন, ‘আমি এখনও অবসর নিয়ে ভাবিনি। জীবন কোথায় নিয়ে যাবে জানা নেই। এখনও ভালো খেলছি, তাই এই মুহূর্তে খেলা চালিয়ে যাওয়ার কথাই ভাবছি। জানি না কতদিন। তবে বিশ্বকাপ জিততে চাই, ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও রয়েছে। আশা করি আমরা ফাইনালে উঠব।’