RCB, IPL 2024: টানা হারে ক্ষতবিক্ষত RCB, এ বার ১১ কোটির ক্রিকেটারের চোট চাপ বাড়াল বিরাটদেরImage Credit source: PTI
কলকাতা: একেই যেন বলে গোদের উপর বিষফোঁড়া… একে তো মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হেরেছে আরসিবি। তার উপর এ বার শোনা যাচ্ছে চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের পরের ম্যাচে ১১ কোটির তারকা ক্রিকেটারকে পাবে না। চলতি আইপিএলটা আরসিবির জন্য মোটেও ভালো কাটছে না। ৬ ম্যাচে মাত্র ১টিতে জিতেছেন বিরাট কোহলিরা। টানা ৪ ম্যাচ হারে একেবারে ক্ষতবিক্ষত আরসিবি। তার উপর টিমের তারকা ক্রিকেটারের চোট চিন্তা বাড়াল আরসিবি টিম ম্যানেজমেন্টের।
আরসিবির কোন ক্রিকেটার চোট পেয়েছেন?
অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়াংখেড়ে স্টেডিয়ামে চোট পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স রান তাড়া করার সময় ১১তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল এমআই তারকা সূর্যকুমার যাদবের ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। ক্যাচ অবশ্য ম্যাক্সি নিতে পারেননি। উল্টে তাঁর ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান তিনি। এ বার শোনা গিয়েছে, আরসিবির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সি। যদিও আরসিবি টিমের পক্ষ থেকে গ্লেন ম্যাক্সওয়েলের আঙুলের চোটের ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
Glenn Maxwell might miss RCB’s next match Vs SRH due to a thumb injury. (News24). pic.twitter.com/Xusaah04d4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 12, 2024
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট চলেনি। শূন্য ফেরেন তিনি। সেই সঙ্গে তিনি গড়েছেন এক অনাকাঙ্খিত রেকর্ড। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার তিনি এই তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন। বর্তমানে আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়ার তালিকায় একসঙ্গে রয়েছেন তিনজন। দীনেশ কার্তিক, রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ২০২১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। গত বারের আইপিএলে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আরসিবির হয়ে ১৪ ম্যাচে ৪০০ রান করেছিলেন। এ বারের আইপিএলে তাঁর ব্যাট এক্কেবারে নিষ্প্রভ। ৬ ম্যাচে মাত্র ৩২ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল।