বিশ্বকাপে বিরাট আশা করি জায়গা পাবে না… ম্যাক্সওয়েলের অবাক করা মন্তব্যImage Credit source: BCCI
কলকাতা: বিতর্ক যেন থামছেই না। বিরাট কোহলির (Virat Kohli) কি বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়া উচিত? কেউ বলছেন, স্ট্রাইক রেট যা, তাতে সুযোগ না পাওয়াই উচিত। বিরাট আগের মতো নিজেকে মেলে ধরতে পারছেন না। তরুণ প্রজন্মের কাউকে সুযোগ দেওয়া উচিত। কেউ আবার বলছেন, বিরাটের মধ্যে এখনও অনেক আগুন আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেনই। পরিস্থিতি যখন এমন, তখন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) অবাক করা মন্তব্য করে বসলেন। ম্যাক্সি খেলেন বিরাটের টিম আরসিবিতে। তাও এমন বললেন কী করে?
ইএসপিএন-কে দেওয়া ইন্টারভিউতে ম্যাক্সওয়েল বলেছেন, ‘যাদের বিরুদ্ধে খেলেছি, বিরাটই অন্যতম সেরা প্লেয়ার। ওর কেরিয়ারের দিকে তাকালে সেটা বোঝা যায়। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে আমাদের বিরুদ্ধে যে অসাধারণ একটা ইনিংস খেলেছিল। পুরো খেলাটাই বদলে দিয়েছিল। এমন জায়গায় শট নিতে শুরু করেছিল, সেটা ভাবাই যায়নি। ও ব্যাটিংয়ের সময় শেষ মুহূর্তে নিজের গ্রিপ বদলে ফেলতে পারে। টেবল টেনিস ব্যাট ধরার মতো করে খেলতে পারে। ওর সঙ্গে আমি ট্রেনিং করেছি। কিন্তু ওর বিরুদ্ধে খেলতে হবে। আশা করব, ভারত বিশ্বকাপের টিমে ওকে রাখবে না।’
ম্যাক্সি খুব ভালো করে জানেন, তিনি মজাই করেছেন বিরাটকে নিয়ে। তবে আসল কথাটাও বলে ফেলেছেন সেই সঙ্গে। বিরাট ভারতীয় টিমে থাকা মানেই সব সময় অঘটন ঘটার সম্ভাবনা থাকে। যে কোনও সময় বদলে যেতে পারে ম্যাচের গতি প্রকৃতি। ফর্মে আছেন, রান পাচ্ছেন মানে বিপক্ষ বোলারদেরও চাপে থাকতে হবে। এই বিরাট কোহলিকে বাদ দিয়ে ভারতীয় টিম ভাবাই যায় না। যাবেও না। অন্তত জুন মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট টিমে থাকবেন, এমনটা জোর দিয়েই বলা যায়।