ঋষভ পন্থ অতীত, তারকা ফুটবলারের সঙ্গে ডেটিংয়ে মেতেছেন উর্বশী!


Rishabh Pant: ঋষভ পন্থ অতীত, তারকা ফুটবলারের সঙ্গে ডেটিংয়ে মেতেছেন উর্বশী!

কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) আইপিএলের মঞ্চে বর্তমানে ব্যাট হাতে শাসন করেছেন। দীর্ঘদিন পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। তাঁকে পুরনো ছন্দে দেখে বিরাট খুশি তাঁর অনুরাগীরা। ২২ গজে পন্থের পারফরম্যান্স নিয়ে বরাবর আলোচনা হয়। আর সেটা স্বাভাবিক। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। মাঝে মাঝেই তাঁর সঙ্গে বলিউড তারকা উর্বশী রাউতেলার (Urvashi Rautela) নাম জড়ায়। অতীতে ঋষভ পন্থ ও উর্বশীর নেটযুদ্ধ হয়েছিল। শোনা গিয়েছিল, পন্থ যখন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন সেই সময় উর্বশী তাঁর জন্য খালি পায়ে হেঁটে পুজোও দিয়েছিলেন। কিন্তু উর্বশী কখনও তাঁর সঙ্গে পন্থের সম্পর্কের কথা স্বীকার করেননি। মাঝে মাঝেই যে কারণে তাঁর সঙ্গে পন্থের নাম জুড়ে যায়। এ বার অবশ্য এক ফুটবলারের সঙ্গে উর্বশী ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। তারপর জল্পনা শুরু হয়েছে তা হলে কি উর্বশীর জীবনে ঋষভ পন্থ অতীত?

ক্রিকেটারে মোহভঙ্গ, ফুটবলারে মজলেন উর্বশী রাউতেলা!

উর্বশী রাউতেলার ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, এক দিন আগে তিনি ফরাসি ফুটবল তারকা করিম বেঞ্জেমার সঙ্গে দু’টি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে একটি কালো হৃদয়ের ইমোজি দিয়েছেন উর্বশী। সেখানে দেখা যায় একটি ছবিতে তাঁরা একসঙ্গে পোজ দিয়েছেন। আর একটি বেঞ্জেমা সেলফি নিয়েছেন উর্বশীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে। উর্বশীর ওই ইন্সটাগ্রাম পোস্টে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি প্রায় ২ লক্ষ ৯৫ হাজার জন লাইক করেছেন। অনেকে কমেন্ট করেছেন, করিম বেঞ্জেমার সঙ্গে দেখা করা প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন উর্বশী রাউতেলা।

করিম বেঞ্জেমা ও উর্বশী রাউতেলার এই ছবি ভাইরাল হতেই জল্পনা ছড়িয়েছে যে তাঁরা হয়তো একে অপরকে ডেট করছেন। ফরাসি তারকা ফুটবলার করিম বেঞ্জেমা অবশ্য বিবাহিত। ২০১৬ সালে ফ্রান্সের এক ফ্যাশন মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এ তো গেল আসল কথা। কিন্তু উর্বশী তাঁর সঙ্গে ছবি শেয়ার করতেই তাঁদের ডেটিংয়ের খবর চাউর হয়েছে।



Leave a Reply