KKR vs LSG: ইডেনে মিচেল ম্যাজিক, নববর্ষে জয়ের হালখাতায় KKR এর চাই ১৬২ রানImage Credit source: PTI
কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত কামব্যাক করলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কেকেআরের (KKR) হয়ে প্রথম ২ ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিয়েছিলেন আইপিএলের (IPL) সবচেয়ে দামি ক্রিকেটার। এই পরিসংখ্যান যে কোনও নাইট প্রেমীদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। কেকেআরের সমর্থকরা চাইছিলেন, বিশ্বজয়ী অজি বোলার যেহেতু চেনা ছন্দে নেই, তাই তাঁকে একাদশের বাইরে রাখা হোক। কিন্তু নাইট মেন্টর গৌতম গম্ভীর তাঁর উপর ভরসা রেখেছিলেন। সেই ভরসার মান এ বার দিলেন স্টার্ক। নববর্ষের দিন হাউসফুল ইডেন দেখল মিচেল ম্যাজিক।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর নেতা শ্রেয়স আইয়ার। লখনউয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুল করেন ৩৯ রান। এবং নিকোলাস পুরানের ৪৫ রানের লড়াকু ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৬১ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। ইডেনে ১৬২ রানের টার্গেট ভালোই বলা চলে। এ বার দেখার কেকেআর সেই রান সফলভাবে তাড়া করতে জিততে পারে কিনা।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন মিচেল স্টার্ক। ইনিংস বিরতিতে নাইট তারকা মিচেল স্টার্ক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ লাগছে। পুরো ইনিংস জুড়ে আমরা ভালোই পারফর্ম করেছি। গত ম্যাচের থেকে আজ এখানে একটু বেশি গরম। নতুন বলে একটু অসমান বাউন্স ছিল।’