Ruturaj on Dhoni: ‘ইয়ং কিপার’কে নিয়ে উচ্ছ্বসিত CSK ক্যাপ্টেন, খুদে ফ্যানকে স্পেশাল উপহার ধোনির


অবশেষে অ্যাওয়ে জয়। এ বারের আইপিএলে তিনটে ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস। সবক’টি জয়ই ছিল ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচে জোড়া হার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে নেমেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়রা। ব্যাটিং বিভাগ দুর্দান্ত পারফর্ম করে। তবে দু-দলই সমানে সমানে। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। তেমনই চেন্নাই সুপার কিংসও। জোরদার টক্কর হবে এমনই প্রত্যাশিত ছিল। শেষ অবধি ২০ রানে জয় চেন্নাই সুপার কিংসের।

বোর্ডে ২০৭ রানের টার্গেট থাকলেও চাপে দেখায়নি মুম্বই শিবিরকে। ক্রিজে হিটম্যান থাকলে চাপ না হওয়ারই কথা। মুম্বই ইনিংসের শুরু থেকে শেষ অবধি খেললেন রোহিত শর্মা। ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস। লোয়ার অর্ডারে উল্টোদিক থেকে সহযোগিতা পাননি। গত ম্যাচে মুম্বইয়ের অন্যতম নায়ক সূর্যকুমার যাদব রান পাননি। রোহিতের উপর চাপ বাড়তে থাকে। শেষ দিকে রোহিতের সেঞ্চুরির লড়াইয়েও জয় আসেনি। পার্থক্য গড়ে দিয়েছে ২০ রান।

চেন্নাই ইনিংসে মাত্র ৪ বলে ২০ রান করেন মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের শেষ চার বলে ছয়ের হ্যাটট্রিক এবং ২ রান মাহির ব্যাট। এই ২০ রানই নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ৪২ বছরের ধোনিও যে কী করতে পারেন, তা আরও একবার প্রমাণ করে দিলেন। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় তাই বলতে বাধ্য হলেন, ‘আমাদের তরুণ কিপার যে তিনটি ছয় মারল, সেটাই আমাদের জিততে বড় সাহায্য করেছে।’

সিএসকে ক্যাপ্টেন কৃতিত্ব দিতে ভুলছেন না বোলারদেরও। বিশেষ করে বলতে হয় মাতিসা পাথিরানার কথা। ৪ উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত দুটি ওভার তুষার দেশপান্ডে এবং শার্দূল ঠাকুরের। জুনিয়র মালিঙ্গা পাথিরানার পাশাপাশি বোলিং বিভাগেরও প্রশংসা ক্যাপ্টেনের মুখে।

চেন্নাইয়ের তরুণ কিপার মহেন্দ্র সিং ধোনি যেমন ওয়াংখেড়ের দর্শকদের ব্যাট হাতে আনন্দ দিয়েছেন, তেমনই বিশেষ উপহার দিয়েছেন এক খুদেকে। যা এই ছবিতেই পরিষ্কার।



Leave a Reply