সচিনের রেকর্ড ভাঙলেন, ঋতুর শট দেখে ধোনির চোখ উঠল কপালে
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির চোখকে ফাঁকি দেওয়া বড়ই কঠিন। তিনি কোনও ক্রিকেটারের মধ্যে প্রতিভা দেখলে তাঁর সঙ্গে নিজের ক্রিকেটীয় জ্ঞানের আদানপ্রদান করেন। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) যে চেন্নাই সুপার কিংসের যোগ্য ক্যাপ্টেন হতে পারেন, তা ভেবেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যে কারণে ১৭তম আইপিএলের (IPL) আগে ধোনি সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাটন ঋতুর হাতে তুলে দেন। চলতি আইপিএলে দেখা যাচ্ছ ধোনির ভরসার মান রাখছেন ঋতু। তরুণ ঋতুরাজের নেতৃত্বে এ বারের আইপিএলে এখনও অবধি ৪টে ম্যাচ জিতেছে হলুদ আর্মি। রবি-রাতে ওয়াংখেড়েতে অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়েছেন। ৪০ বলে ৬৯ রান করেন ঋতু। এই ইনিংসের সুবাদে ঋতুরাজ ভেঙেছেন সচিন তেন্ডুলকরের এক আইপিএল রেকর্ড।
২৭ বছর বয়সী ঋতুরাজ গায়কোয়াড় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬৯ রান করার সুবাদে আইপিএলে ২ হাজার রান পূরণ করেছেন। এই কীর্তি গড়তে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের লেগেছে ৫৭টি ইনিংস। এখানেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিয়েছেন ঋতুরাজ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছিলেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। ইউনিভার্সাল বসের এই রেকর্ড গড়তে লেগেছিল ৪৮টি ইনিংস। এই তালিকায় এখন তৃতীয় স্থানে ঋতুরাজ গায়কোয়াড়ের নাম। এক ঝলকে দেখে নিন আইপিএলে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করা ৫ ক্রিকেটারের তালিকা — ক্রিস গেইল (৪৮), শন মার্শ (৫২), ঋতুরাজ গায়কোয়াড় (৫৭), লোকেশ রাহুল (৬০), সচিন তেন্ডুলকর (৬৩)।
𝗠𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 𝗨𝗻𝗹𝗼𝗰𝗸𝗲𝗱 🔓
2️⃣0️⃣0️⃣0️⃣ runs & counting in the IPL for Ruturaj Gaikwad 👏👏
Follow the Match ▶ https://t.co/2wfiVhdNSY#TATAIPL | #MIvCSK | @Ruutu1331 | @ChennaiIPL pic.twitter.com/GjpcOrijvy
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে রবিবার এসেছিল ৫টি চার ও ৫টি ছয়। তার মধ্যে সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজের একটি ছয় দেখে ড্রেসিংরুমে মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।
Dhoni’s reaction to Shot of the tournament by Ruturaj Gaikwad 🥵 pic.twitter.com/ijxH0PHJq8
— Yash (@CSKYash_) April 14, 2024