টাইম মেশিনে যদি সত্যি ছেলেবেলায় ফেরা যেত! সকলেই এমনটা ভেবে থাকেন। ২০ বছরের নিজেকে দেখে যেন টাইম মেশিনে অতীতেই ফিরে গেলেন রোহিত শর্মা। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি রোহিত শর্মা। গত বছর ফের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে ভারত। রোহিত নেতৃত্ব দিয়েছেন। টানা দশ ম্যাচ জিতে ফাইনালেও উঠেছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিত কি তবে বিশ্বকাপ জেতেননি?
উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে সুযোগ পাননি। তবে বিশ্বকাপে খেলেছিলেন রোহিত। তারই ছবি ড্রেসিংরুমে।
মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ রোমারিও শেপার্ড ড্রেসিংরুমে সেই ছবির সঙ্গে হিটম্যানকে মেলানোর চেষ্টা করছিলেন। ২০ বছরের রোহিতের সেই ছবি দেখিয়ে রোমারিও বলেন, ‘কিশোর রোহিত।’ পাল্টা রোহিত বলেন, ‘আরে না, ছোট্ট ছেলে।’
🎵 𝐵ℎ𝑜𝑙𝑖 𝑠𝑖 𝑠𝑢𝑟𝑎𝑡, 𝑎𝑎𝑛𝑘ℎ𝑜𝑛 𝑚𝑒𝑖𝑛 𝑚𝑎𝑠𝑡𝑖… 🎵
Jab Hitman met 20-year-old Ro today 👀#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/cFH4cf2tJK
— Mumbai Indians (@mipaltan) April 17, 2024
রোহিত দাড়িতে হাত বোলাতে বোলাতে বলেন, ‘তখন আমার দাড়িও ছিল না। সত্যি বলতে, ওই বয়সে আমার দাড়ি সেভাবে উঠতই না। এখন তবু রয়েছে।’ রোমারিওর সঙ্গে মজার কথাতে কিছুক্ষণের জন্য যেন ২০ বছরের রোহিতের সঙ্গে ‘দেখা’ করে নিলেন হিটম্যান।