এই দৃশ্যটাই দেখতে চেয়েছিল লখনউ। শহরজুড়ে নানা হোর্ডিংয়ে ছয়লাপ। মন্থর পিচে শট খেলা সহজ ছিল না। ধোনি সাধ্যমতো চেষ্টা করলেন। কিন্তু ওয়াংখেড়েতে যে ভাবে মাত্র ৪ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন, লখনউয়ের মাঠে তেমনটা সম্ভব ছিল না। শেষ ওভারে অবশ্য গিয়ার শিফ্ট করলেন। ধোনির ক্যামিও ইনিংস চেন্নাই সুপার কিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছে এটুকু বলা যায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মন্থর পিচ। বল নতুন থাকা অবস্থায় তবু শট খেলা যাচ্ছিল। চেন্নাই পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে। তাদের শট সিলেকশনও এর অন্যতম কারণ। মাত্র ৮৭ রানে ৪ উইকেট হারানোয় পরিকল্পনা বদলাতে হয় চেন্নাইকে। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে হয়। সমীর রিজভিকে নামায় চেন্নাই সুপার কিংস। ৫ বলে ১ রানেই ফেরেন।
চেন্নাই সুপার কিংসকে ভরসা দেন রবীন্দ্র জাডেজা। তাঁকে ব্যাটিং অর্ডারে চারে নামানো হয়েছিল। অনবদ্য হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। মইন আলি ২০ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে ফেরেন। মইনের আউটে ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনির। তখনও ইনিংসের ১৩ বল বাকি। চেষ্টা করছিলেন বড় শট খেলার। খুচরো রানের সম্ভাবনা থাকলে সেটাও ছাড়েননি।
A crucial half-century from Ravindra Jadeja!
..And he brings out his trademark fifty celebration 😎
Follow the Match ▶️ https://t.co/PpXrbLNaDm#TATAIPL | #LSGvCSK | @imjadeja | @ChennaiIPL pic.twitter.com/NlwVYvCJwR
— IndianPremierLeague (@IPL) April 19, 2024
মাত্র ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস মহেন্দ্র সিং ধোনির। ৩০০-র উপর স্ট্রাইকরেট। ৯০-৫ থেকে শেষ অবধি ১৭৬-৬ স্কোরে পৌঁছয় চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাডেজা ৪০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।