ইশান্তের চোট, ফিরল DC-র জোড়া অস্ত্র; কামিন্সের ভাবনা বোলিং


DC vs SRH, IPL 2024: ইশান্তের চোট, ফিরল DC-র জোড়া অস্ত্র; কামিন্সের ভাবনা বোলিংImage Credit source: BCCI

কলকাতা: দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে এ বার ‘রোর’ করার জন্য তৈরি। চলতি আইপিএলে এই প্রথম কোনও ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হচ্ছে। একরাশ আবেগ নিয়ে এই স্টেডিয়ামের বক্সেই গত বারের আইপিএলে ক্রাচ হাতে এসেছিলেন ঋষভ পন্থ। এ বার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে ফিরে ঋষভ পন্থ প্রথম বার অরুণ জেটলি স্টেডিয়ামে টিমকে নেতৃত্ব দিতে নামলেন। ম্যাচ শেষ হওয়া অবধি পন্থের মুখেই হাসি দেখতে চান তাঁর ও দিল্লি ক্যাপিটালসের অনুরাগীরা। আজ পন্থ-কুলদীপদের প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। যারা এ বারের আইপিএলে যেন শপথ নিয়েছে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙবে।

ঘরের মাঠে টস জিতলেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পন্থ। প্রথমে অরেঞ্জ আর্মিকে পন্থ ব্যাটিংয়ে পাঠিয়েছেন। টস জিতে পন্থ বলেন, ‘উইকেট ভালো দেখাচ্ছে। আমরা রান তাড়া করতে চাই কারণ আমাদের ব্যাটিং বিভাগ শক্তিশালী। আমাদের হাতে একজন অতিরিক্ত ব্যাটার রয়েছে, তাঁকে আমরা ব্যবহার করতে চাই। মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব পড়তে পারে। যদিও দিনের শেষে কোন মাঠে খেলা সেটার গুরুত্ব থাকে না। ভালো ক্রিকেট খেলতে হবে। সেটাই আসল।’

আজ দিল্লির প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ যে এ বারের আইপিএলে ভালো পারফর্ম করছেন সে কথা উল্লেখ করেছেন ঋষভ পন্থও। তাঁর মতে, কামিন্সরা ভালো খেলছেন ঠিকই। কিন্তু দিল্লি প্রতিটা ম্যাচে সেরা পারফর্ম করার চেষ্টা করছে। এরপরই পন্থ জানান, একাদশে জোড়া পরিবর্তন। সুমিত কুমারের জায়গায় এসেছেন ললিত যাদব। এবং ব্যাক স্প্যাজমের কারণে বাদ পড়েছেন ইশান্ত শর্মা। তাঁর জায়গায় এসেছেন অনরিখ নর্টজে।

ব্যাটিং লাইন আপ নিয়ে কোনও কিছু ভাবছেন না প্যাট কামিন্স। টসের পর তিনি জানিয়েছেন, ব্যাটিং লাইন আপ একই থাকছে। তবে বোলিং নিয়ে ভাবতে হবে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে অরেঞ্জ আর্মি। অতীতে আইপিএলে ১০ বার মুখোমুখি হয়েছে দিল্লি ও হায়দরাবাদ। তাতে দিল্লি জিতেছে ৭ বার। আর হায়দরাবাদ জিতেছে ৩ বার।

Leave a Reply