ঘরের মাঠে প্রথম ‘হোম ম্যাচ’ দিল্লির, সামনে বিধ্বংসী সানরাইজার্স


ভয়ঙ্কর ডিসেম্বর পেরিয়ে অবশেষে দিল্লিতে ম্যাচ খেলবেন ঋষভ পন্থ। এ মরসুমে হোম ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। তবে তাদের বেসক্যাম্প ছিল বিশাখাপত্তনম। দিল্লিতে মরসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। উল্টোদিকে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদ। ঋষভ পন্থের কাছে এই ম্যাচ স্বস্তি-অস্বস্তি দুটোই। সামনে সানরাইজার্সের মতো দল। এ মরসুমে যারা রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে। আজ সেই টিমের বিরুদ্ধেই ঘরের মাঠে নামছেন পন্থরা।

ঋষভ পন্থের কাছে আবেগের ম্যাচও। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। গত মরসুমে ক্রাচ নিয়েই দিল্লির ম্যাচে বক্সে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ঋষভ পন্থ। ডাগ আউটে তাঁর নামে জার্সিটা রাখা থাকতো। গ্যালারি থেকেই দলকে ভরসা দিয়েছেন। এ বার মাঠে নেমে খেলার সুযোগ। সেই দুর্ঘটনার পর প্রথম বার ঋষভ পন্থ মাঠে থেকে নেতৃত্ব দেবেন।

সানরাইজার্স হায়দরাবাদ পরপর জিতছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান করে আইপিএলে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিল। আরসিবির বিরুদ্ধে সেই রেকর্ডই ভেঙে দিয়েছে সানরাইজার্স। আইপিএলে সর্বাধিক ২৮৭ রানের রেকর্ড এবং সার্বিক ভাবে দ্বিতীয় সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। ট্রাভিস হেড ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, এইডেন মার্কর‌্যামরা বিধ্বংসী ফর্মে। ৬ ম্যাচে ৪টি জয় সানরাইজার্সের।

চোটে জর্জরিত দিল্লি ক্যাপিটালস টানা দু-ম্যাচ জিতেছে। সব মিলিয়ে তিনটি জয়। গত ম্যাচে ঋষভ পন্থের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি এবং তাঁর অনবদ্য কিপিং দিল্লির জয়ের অন্যতম কারিগর। দুর্দান্ত ফর্মে রয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দিল্লির বোলিং আক্রমণ অনবদ্য পারফর্ম করেছে। তেমনই দু-ম্যাচে ব্যাটিং বিভাগে ছাপ ফেলেছেন নতুন রিক্রুট জ্যাক ফ্রেজার-ম্যাকগুরুক। সানরাইজার্সের বিরুদ্ধে আসল পরীক্ষা কিন্তু দিল্লি বোলিং আক্রমণেরই।



Leave a Reply