Gautam Gambhir: মাঠে নামলে জয় ছাড়া ভাবি না… KKR সাপোর্টারদের বিশ্বসেরা বললেন গম্ভীরImage Credit source: KKR
কলকাতা: রাখঢাক না করে ঠিক কতজন ক্রিকেটার কথা বলতে পারেন? এই তালিকায় কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে রাখতেই হবে। তিনি আইপিএলের (IPL) ২ বারের চ্যাম্পিয়ন কেকেআরে ফেরার পর থেকে দলের খোলনলচে বদলে গিয়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মানুষটা বরাবর পরিষ্কার কথা বলতে ভালোবাসেন। এ বার কেকেআরের পডকাস্ট নাইটস ডাগআউটে সেই খোলামেলা গম্ভীরকে দেখা গেল। কেকেআরের (KKR) ভক্ত থেকে শুরু করে নাইট টিমের মালিক শাহরুখ খান— সব বিষয়ে অকপট গৌতি।
নাইট শিবিরে ২০১২ ও ২০১৪ এই দু’বারের আইপিএলে ট্রফি এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর। এ বার তিনি কেকেআরের মেন্টর হওয়ায় নাইট অনুরাগীরা তৃতীয় ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছেন। কেকেআরের পডকাস্টে নাইট অনুরাগীদের নিয়ে গৌতম গম্ভীর নিজের মনোভাব জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে পুরো বিশ্বের মধ্যে কেকেআরের ভক্তরা সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং আবেগী।’
গৌতম গম্ভীর কি বরাবর গম্ভীর থাকেন? নাকি মাঝে মধ্যে হাসেনও? এই প্রসঙ্গে প্রশ্ন আসতেই নাইট মেন্টর বলেন, ‘মানুষ আমার হাসি দেখতে আসে না। তাঁরা আসে কেকেআরের জয় দেখতে।’ টিম ভালো পারফর্ম করলে ডাগআউটে গৌতমকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তিনি যখন নিজে ক্রিকেট খেলতেন সেই সময় এবং এখনকার মধ্যে তাঁর ভাবনায় ১টা মিল রয়েছে। তাঁর কথায়, ‘আমি প্রতিবার মাঠে জয়ী হতে চাই। ফলাফল আমার কাছে বরাবর গুরুত্বপূর্ণ।’
#KnightsDugout
Gautam Gambhir reiterates – Kolkata Knight Riders has the most loyal fan base in the country.🙌 pic.twitter.com/RBvcbtiicV— KKR Vibe (@KnightsVibe) April 20, 2024
রেজাল্ট নিয়ে সত্যিই গৌতম গম্ভীর এতটাই ভাবেন যে, ২০১৪ সালের আইপিএলের সময় খারাপ খেলছিলেন বলে একাদশ থেকে নিজেকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে এবং কেকেআরের মালিক শাহরুখ খানের সঙ্গে তাঁর কথোপকথন সম্পর্কে গৌতম গম্ভীর বলেন, “এটা বহুবার বলেছি যে, সবচেয়ে সেরা মালিকের সঙ্গে কাজ করেছি আমি তিনি হলেন শাহরুখ খান। ৭ বছর আমি যে নেতৃত্ব দিয়েছিলাম, তাতে আমাদের মধ্যে ৭ মিনিটও ক্রিকেট নিয়ে কথা হয়নি। আমার খারাপ ফর্ম নিয়ে একবার ওকে বলতে গিয়েছিলাম। ভাবছিলাম একাদশ থেকে নিজেকে বাদ দেব। এ কথা যেই ওকে বলতে গিয়েছি, ও আমাকে তখন বলেছিল, ‘যতদিন তুমি এখানে আছো, নিজেকে একাদশ থেকে বাদ দেওয়ার কথা ভাববে না।’”