অনন্য রেকর্ড গড়লেন চাহাল, যা আর কারও নেই…


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনন্য রেকর্ড। প্রথম বোলার হিসেবে ডাবল সেঞ্চুরি। একটা সময় অবধি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ছিল কিংবদন্তি পেসারের দখলে। চেন্নাই সুপার কিংসের পেসার ডোয়েন ব্র্যাভোর রেকর্ড ছাপিয়ে গিয়েছিলেন অনেক আগেই। এ বার প্রথম বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের রেকর্ড যুজবেন্দ্র চাহালের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের বোলিংয়ে মহম্মদ নবির ক্যাচ নেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। এটিই আইপিএল কেরিয়ারে তাঁর ২০০তম উইকেট।

সিএসকের প্রাক্তন পেসার তথা বর্তমান বোলিং কোচ ডোয়েন ব্র্যাভোর ছিল ১৮৩ উইকেট। তাঁকে গত মরসুমেই ছাপিয়ে গিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। এ বার ২০০ উইকেটের মাইলস্টোনে। বিশ্বের হাতে গোনা কয়েকজন বোলারই কোনও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০০ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন। এই তালিকায় এ বার নাম জুড়ল রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহালের।

বিস্তারিত আসছে…

Leave a Reply