Virat Kohli-Rinku Singh: আবার কি ব্যাট চান… বিরাটের কাছে ঘুরঘুর করছেন কেন রিঙ্কু?Image Credit source: X
কলকাতা: রিঙ্কু সিং সোশ্যাল মিডিয়ার ‘চোখের মণি’ হয়ে উঠেছেন। তাঁর দিকে সারাক্ষণ নজর থাকে ভক্তদের। গত মরসুম থেকেই রিঙ্কুকে নিয়ে আলোচনার অন্ত নেই। পর পর পাঁচটা ছয় মেরে মন জয় করে নিয়েছিলেন আইপিএল ভক্তদের। তার পর যেন উল্কাগতিতে উঠে এসেছেন রিঙ্কু। ভারতীয় টিমেও করে নিয়েছেন পাকা জায়গা। এই মরসুম অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না রিঙ্কুর। কেকেআরের (KKR) টপ অর্ডার দারুণ ব্যাট করছে। যে কারণে রিঙ্কু ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না। আরসিবি (RCB) ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি। ম্যাচের পর সেই রিঙ্কুকেই দেখা গিয়েছে বিরাট কোহলির সঙ্গে। তা কিন্তু নজর এড়ায়নি ভক্তদের। বিরাটের কাছে কেন ঘুরঘুর করছিলেন রিঙ্কু?
আরসিবি ম্যাচের আগে কেকেআর একটা ভিডিয়ো পোস্ট করেছিল। তাতে দেখা গিয়েছে, রিঙ্কুকে একটা ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। সেই ব্যাট পাওয়ার পর আপ্লুত ছিলেন রিঙ্কু। তাঁর মতো তরুণ ক্রিকেটারের কাছে এ যে পরম প্রাপ্তি, সন্দেহ নেই। কিন্তু ম্যাচের আগে দেখা যায়, বিরাটের সঙ্গে আলাদা করে কথা বলছেন রিঙ্কু। তখন উত্তরপ্রদেশের ছেলে বিরাটকে বলেন, যে ব্যাট বিরাট দিয়েছিলেন তাঁকে, তা ভেঙে গিয়েছে। স্পিনারের বিরুদ্ধে নেটে ব্যাটিং করার সময়। রিঙ্কুর কথা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট। জানিয়ে দেন, এ কথা শুনে তাঁর কিছু করার নেই। রিঙ্কু অবশ্য তাতেও থামেননি। বিরাটের দুটো ব্যাট তুলে বল নাচাতে শুরু করেন। অর্থাৎ, বিরাটের কাছ থেকে তাঁর যে আরও একটা ব্যাট চাই, তা বুঝিয়ে দিয়েছেন। এই ঘটনা কিন্তু চোখ এড়ায়নি ভক্তদের।
কেকেআর ম্যাচে বিরাট আউট হওয়ার পর যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। ম্যাচের পর আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বিরাট। ভারতীয় তারকাকে কথা বলতে দেখে রিঙ্কুও চলে আসেন সেখানে। কিছুক্ষণ দাঁড়িয়ে শোনেন। আবার শ্যাডোও করতে দেখা যায়। তারপর বিরাটের সঙ্গে হাঁটতে হাঁটতে ড্রেসিংরুমের দিকে চলে যান রিঙ্কু। এই ঘটনা দেখা ভক্তরা লিখেছেন, বিরাটের কাছে কে ঘুরঘুর করছেন রিঙ্কু? একটা ব্যাট নিয়ে হয়নি, আরও একটা ব্যাট চাই নাকি তাঁর?
Rinku Singh badly wanted another bat from Virat Kohli. 🤣
He was with Virat after the match! pic.twitter.com/6MPxBDWmoY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 21, 2024