ইতিহাসের পাতায় গুকেশ, সর্বকনিষ্ঠ ভারতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়ের হাতছানি


D Gukesh: ইতিহাসের পাতায় গুকেশ, সর্বকনিষ্ঠ ভারতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়ের হাতছানিImage Credit source: X

কলকাতা: বয়স তাঁর মাত্র ১৭। তাতেই বাজিমাত করলেন ডোম্মারাজু গুকেশ (D Gukesh)। ভারতীয় সর্বকনিষ্ঠ দাবাডু হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেছেন। ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ কানাডার টরেন্টোয় ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি কিংবদন্তি গ্যারি কাস্পারভের চার দশক পুরনো রেকর্ড ভেঙেছেন। মোট ১৪ রাউন্ডের প্রতিযোগিতার পর ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ।

আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন। এর আগে ফ্যাবিয়ানো করুয়ানা ও ইয়ান নেপমনিয়াচির বিরুদ্ধে ড্র হওয়ার ফলে গুকেশের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র প্রয়োজন ছিল। ভারতীয় কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস জিতলেন গুকেশ। ২০১৪ সালে এই টুর্নামেন্টের খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ।

গুকেশ ক্যান্ডিডেটস জেতার পর বিশ্বনাথন আনন্দ সোশ্যাল মিডিয়া সাইট X এ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বনাথন আনন্দ লেখেন, ‘সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার হওয়ার জন্য ডি গুকেশকে আন্তরিক অভিনন্দন জানাই। তুমি যে সাফল্য অর্জন করেছো, তার জন্য গোটা দেশ গর্বিত। আমি ব্যক্তিগতভাবেও ভীষণ গর্বিত। তুমি যে কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছো, তা সত্যিই যথেষ্ট প্রশংসনীয়। এই জয়ের মুহূর্তটা তুমি উপভোগ করো।’

চলতি বছরের শেষের দিকে গুকেশ এ বার চিনের বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের মুখোমুখি হবেন। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হওয়ার ফলে গুকেশ ৮৮,৫০০ ইউরো (প্রায় ৭৮.৫০ লক্ষ টাকা) আর্থিক পুরস্কার পেয়েছেন।



Leave a Reply